![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
আমি ভন্ড নই সেইসব ঈশ্বরের মত --
ঝরঝরে উজ্জল নীল জামার অন্তরালে
ঘামসিক্ত থাকে যাদের অর্ন্তবাস।
নিরাসক্ত লেন্সের আবরনের পিছনে
যাদের লুকানো দুটি নোংরা চোখ
পুড়িয়ে দেয় তোমার বুকের আঁচল
খুলতে থাকে তোমার কোমরের বাধন।
উপাসনার অজুহাতে বিশ্বাসহীন স্পর্শে
ছুঁয়ে ছুঁয়ে দেখে যত রমনী শরীর।
আমি ভন্ড নই সেইসব ঈশ্বরের মত
ঈশ্বরের মতনা আমার ভালবাসা---
আমার ভালবাসার খুব সহজ প্রকাশ
পুরুষ চোখে তাকাই আমি নারীর শীররে
ভালবেসে বাড়াই হাত ছুঁয়ে দিতে আঙ্গুল
যদি উষ্মতা বুঝি সে আঙ্গুলে, সে চোখে
তবে ভালবাসা দিতে পারি বুকের বুতাম খুলে।
©somewhere in net ltd.