নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত বৈপরিত্য

জন্মেছিলাম সেনা ছাওনির সামরিক হাপাতালে। তারুণ্যময় জীবনের অেনকটা সময় কেটেছে সামরিক জান্তার বিরুদ্ধ লড়ায়ে। শ্রমিক শ্রেণীর মুক্তির লক্ষে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার সংগ্রমে এখনো আস্থাশীল সমসন দৃঢ়তায়। অথচ কর্মে নিয়োজিত আমি বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন

মকসুদ মনি

নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।

মকসুদ মনি › বিস্তারিত পোস্টঃ

কিছু কষ্টোকথা

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

সততা না থাকলে সর্ম্পকে সংকোট সৃষ্টি হয়

অথবা সর্ম্পক অপমানিত হয়।

সততার ক্ষয়িত স্রোতে ভেসে যায় সব আস্থা

বিশ্বাসবোধ, সর্ম্পকের সুতা সমস্ত ভালবাসা-------

আমি যা লিখি সেটা একান্তই আমার ভাললাগা

কিংবা আমার কষ্টোকথা।

সেই লেখার মাঝে আমি তোমাকে আনতে চাইনা।

আামার সেই লেখার মাঝে যদি তুমি নিজেকে খুজে পাও

তবে সে দায় আমার না, সে তোমার বাস্তবতা।

আমার লেখা আমার কথাতে তুমি কষ্টো পেলে

আমার ভাল লাগার কথা এই ভেবে যে,

আমার লেখা তোমাকে ছুঁয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.