![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
ক্যাম্প ডয়ারের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেল স্মোকিং পিটের রুপালী রাত্রী গুলো সেই।
ফিরু আজ ছাতারিয়াই, বঙ্গু ঢাকাতে কিজানি কি যে সে করছে,
বলেছিল বঙ্গু ঢাকাতে ফিরে গিয়ে খুব বড় ব্যবসা সে খুলবে
ডিজে আর চায়নিজে আড্ডা মেরে শেষে মাঝ রাতে ঘরে সে ফিরবে
গাড়ি বাড়ি করে নিয়ে মামাতো বোনকেই বিয়ে সেজে করবে
কি করে বলি আজ আছে সে কেমন হায়
কোনো ব্যবসায় যে তার হলোনা--------
পথে পথে ঘুরে ঘুরে জীবনটাই মাটি শুধু করছে।
ক্যাম্প ডয়ারের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেল স্মোকিং পিটের রুপালী রাত্রী গুলো সেই।
কিছুদিনের বন্ধু নবুলু ফিজিতে মাইকেল নাইরোবি
কিজানি তারা কিযে করছে, ফেবু আর টুইটারে
রোজ রাতে একবার ভাল আছি তাই শুধু বলছে।
ডোঙ্গা আর টোটা সহ কত জনই এলো গেল
কেন এলো অবেলায় বেলাল আর সাহিল ভাই
সবকিছু আজ যেন খালি হায়----------
ফ্রেডি আর ডলফির কফি হাউজটাই শুধু খোলা পাই।
মারিয়াই শুধু কেবল খুব ভাল আছে আজ
পেয়েছে যে ডলার'য়ালা ফ্রেন্ড সে
অফিসের কাজ শেষে ডেটিংটা সেরে নিয়ে মাঝরাতে ঘরে সে ফিরছে
ক্যাম্প ডয়ারের সেই আড্ডাটা আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল স্মোকিং পিটের রুপালী রাত্রী গুলো সেই।
নাপিতের ঘর গুলো ঠিকি আছে সাজানো
শুধু কিরঘিজের নারীগুলোই নেই আজ এখানে----
কোথায় আজ তারা সব কিজানি কিনা কি যে করছে..
হয়ত দুবায়ে হোটেলের বারে বারে রোজ রোজ রাত তারা জাগছে
ক্যাম্প ডয়ারের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেল স্মোকিং পিটের রুপালী রাত্রী গুলো সেই।
©somewhere in net ltd.