![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
সমাজকে যদি একটা বৃক্ষ ভাবি তাহলে জীবনের প্রয়োজন, তাগিদ, স্বার্থ কিংবা চাওয়া-পাওয়া, ভাললাগা গুলো হলো সেই বৃক্ষের ফুল-ফল। আর এই বৃক্ষ-সমাজকে ঘিরে বাস করে তিন প্রকৃতির মানুষ। এক দল থাকে যারা বৃক্ষের মালিকানা কতৃত্ব নিয়ন্ত্রন করে; বৃক্ষে ধরে থাকা ফলটা তারা খায়, তারা বৃক্ষের তলে পড়ে থাকা ফলের জন্য লোভাতুর নয়। আরেক দল--- খুবই সাধারন কিন্তু মমত্ববোধ সম্পন্ন যারা বৃক্ষের তলের ফলটায় কুড়ায়। আছে আরেক দল---- যারা গাছেরটাও খায় তলেরটাও কুড়ায়। এরা হ'ল স্রেফ চোর।
©somewhere in net ltd.