![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
ঘুম পাড়ানি মাসি পিসি
কোথায় যে সব গেছে
সারা রাতি জোসনা হাঁসে
আমার জানালাতে।
নিভিয়ে বাতি বন্ধো চোখে
যেই ঘুমোতে যাই
জোসনা এসে ঘর মেঝেতে
লুটোপুটি খায়।
ঘুম পাড়ানি ঘুমের দেবী
তুমি যে কোথায়
ঘুম না পাড়াও একটুখানি
গল্প করে যাও।
(কোন এক নবান্ন রাতে জোসনামনির আদর স্পর্শের স্বপ্ন আখাংকায় আর নতুন ধাণের মৌ মৌ ঘ্রাণে ঘুমোতে না পারার যন্ত্রনা সুখের এই উচাটন উচ্চারন যেন আজকেও ধ্বণিত ছিল সারারাত--------- আসলেই,
কেনযে তুমি
সন্ধ্যামনি
আসনা কাছে
নিঝুম রাতে
ঘুম পাড়ানি দেবী হয়ে-------!!!)
©somewhere in net ltd.