![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
এই জীবনে কতকিছুই দিচ্ছি আর কতকিছুই নিচ্ছি। বন্ধুকে গালি দিচ্ছি, প্রিয় কাউকে ফাঁকি দিচ্ছি। সব জায়গায় খেসারত দিচ্ছি, প্রতিরোধ-প্রতিবাদের চিন্তা মাথা হতে ঝেড়ে ফেলে দিচ্ছি, মনুষত্ব বিকিয়ে দিচ্ছি-বিবেক বিষর্জন দিচ্ছি। বেঁচে থাকার মাশুল দিচ্ছি। সেই সাথে নিচ্ছিও কত কিছুই------ নিঃশ্বাষে বিষ নিচ্ছি, মনের পাতায় ধুলো নিচ্ছি। বুক ফুলিয়ে ঘুস নিচ্ছি, চরিত্র বেঁচে জীবন নিচ্ছি। চিন্তা নিচ্ছি-চাপ নিচ্ছি-----এতকিছুর পরেও ঘরে ফেরার সুখনিচ্ছি-ঘরে ফিরে আপন জনের আদর নিচ্ছি।
©somewhere in net ltd.