![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
কিছু কিছু ভাল লাগা আছে যা খুবই আপাত-সাধারন কিন্তু এতই মন-প্রভাবি যে, চোখ বন্ধ করে আমি এখনো সেই সমান ভাল লাগায় ভেসে যেতে পারি সেই সব পুরাতন সাধারন ঘটনা গুলো মনে করে। সেই কুষ্টিয়া সরকারী কলেজের শিশুতলায় বসে কয়ার জলিল চাচার কুলপি মালাই খাওয়া। আহা! এখনো আমি অবিলিলায় আস্বাদন করি সেই স্বাদ। কিংবা প্রিয় "সুন্দরির" আমড়া, হারু'দার চা--- ইস! প্রিয়তমা বান্ধবীর কাল ঠোঁট আর হারু'দার সেই চায়ের কাপ প্রবলভাবেই সমানতম উষ্ম--- ভালবাসার সমান দাবীদার; সমান ভাগিদার। সুন্দরির পরিবেশিত সকালের প্রথম গোল্ডলীফটা! কোন ভাবেই, কারো সাথেই করিনি শেয়ার! সকালের প্রথম গোল্ডলীফ--- সেতো প্রিয়তমার লেখা ভালবাসায় ভরা এক গোপন পত্র!
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
মকসুদ মনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই প্রামািনক
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
কাবিল বলেছেন: আপনিত আমার কাছের মানুষ।
সরকারী কলেজের শিশুতলা
কয়ার জলিল চাচার কুলপি মালাই
মাঝখানে গড়াই নদী বয়ে যাওয়া
পোস্টের জন্য ধন্যবাদ
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
মকসুদ মনি বলেছেন: কাছের মানুষ মানুষ হিসাবে মনে করায় অনেক ধন্যবাদ @ কাবিল। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ