![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েরা যুদ্ধ করে জন্মের নেবার আগে থেকে । মাতৃ গর্ভে থাকা অবস্থায় , মেয়ে ভ্রনটি নষ্ট করার পরিকল্পনা চলতে থাকে । সেই অবস্থা থেকে কোনও ভাবে বেঁচে এসে এই সুন্দর পৃথিবীর স্পর্শ পেলেও অনেক বাবা - মায়ের আদর মাখা স্পর্শ পায় না অনেক মেয়ে সন্তান । কখনো কখনো পৃথিবীর বুকে প্রথম শ্বাস - প্রশ্বাস নেবার শুরু থেকে অনেকটা সময় ধরে হাসপাতালের নার্সের বুকে অজানা জগতে সময় গুনতে থাকে একটি মলিন স্নেহের হাত এসে বুকে জড়িয়ে ধরে আনন্দের এক দীর্ঘ শ্বাস ফেলবে তার বাবা । কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। জীবন যুদ্ধ শুর হয়ে গেলো নিজের অজান্তেই আজ এই মুহূর্ত থেকেই । মেয়ে সন্তানের জন্য কে বা কারা দায়ী সেটা নিয়ে কন্যা সন্তানের মা কে প্রতিটা সময় কতো কটু কথা শুনানো হচ্ছে , কেউ কেউ সৃষ্টিকর্তা কেও ছেড়ে কথা বলতে দ্বিধা করছে না। কন্যা সন্তান নিয়ে বাড়িতে আসার সাথে সাথে বাবা - মা কে ভাবতে হয় " মেয়েটি কালো হয়েছে , হায় হায় এখন কি হবে? বিয়ের সময় বিশাল যৌতুকের চাহিদা থাকবে পাত্রের পক্ষ থেকে । " আর " সুন্দর হলে , মেয়ের কৈশর শেষ হবার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়াটাই শ্রেয় । " কেন এই ভয় বলতে পারেন ?
তারপর , যৌবন এলো মানেই মেয়েটির চরিত্রের উপর যা ইচ্ছে তাই মতকথা শুরু । এখানেই শেষ নয় , একটি মেয়ে কিভাবে খেলো , কি ভাবে দাঁড়ালো , কেমন করে বসলো , কাপর বা পোশাক কি রকম পরলো । মেয়েদের জন্য এই সমাজ নয় , এই সমাজের জন্য মেয়েরা তৈরি ।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে উঠল " মালটা দেখেছিস " এখানে দোষটি কার ? প্রেম করলো " আরে সাংঘাতিক বাজে মেয়ে বুঝলি , প্রেম করে বেড়াচ্ছে । এর সাথে প্রেম করা সম্ভব কিন্তু সংসার করা সম্ভব নয় " । বিয়ের পর মেয়েরা অত্যাচারিত হয় " দোষ টা আসলে মেয়েটির অবশ্যই ছিল , এক হাতে তালি বাজে না ।" বর মারা গেলো " মরবেই তো , সারা দিন সাজ গোচ , টাকা পয়সা নিয়ে পরে থাকলে স্বামীর সেবা কে করবে শুনি ।"
এগুলো গেলো আমাদের সমাজের টিপিকাল মানুষের , প্রতিবেশী ও পরিবারের কিছু কথা মাত্র ।
আরো রয়েছে - ১ মানসিক - পাশবিক অত্যাচার ( রাস্তায় বের হলেই ) । ২ ধর্ষণ । ৩ আপহরন । ৪ ধর্মীয় দিক থেকে আঘাত । ...
Victim সব সময় মেয়েরাই হয় , মেয়ে জাতি নির্যাতিত হচ্ছে আর নির্যাতন করছে পুরুষ ।
আমরা খুব সচেতন, সোচ্চার বা প্রতিবাদী কোন নাগরিক না। আমাদের প্রয়োজন আত্মার শুদ্ধতা । আমাদের আশে পাশে , চারিদিকে যে সকল সভ্য ,ভালো মূল্যবোধ নিয়ে পুরুষ মানুষ গুলো নিজেদের খুঁটি গেঁথে দাঁড়িয়ে রয়েছেন , হ্যাঁ ! তোমাদেরকেই বলছি , "বাবা , ভাই , বন্ধু তোমাদের হাতেই শতকরা বেশির ভাগ শক্তি দিয়ে দেওয়া হয়েছে সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য । তোমারা তোমাদের জাতি ভাইদের কে বুঝাও । অন্যায় কি , খারাব কি , ভালো কি , মন্দ কি । আমরা নারী জাতি তোমাদের দিকে তাকিয়ে আছি একই সাথে সমাজ কে গরবো বলে। একই সাথে পৃথিবীকে সাজাবো বলে । হাতে হাত রেখে এক পথের যাত্রী হবার শক্তি আমাদেরও রয়েছে । একটু সুযোগ করে দাও । তোমাদের পথের কাঁটা নয় ফুল হয়ে সুবাস ছড়াবো এটা আমাদের প্রতিজ্ঞা ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
মেগা বাইট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
রোকসানা খাতুন লিজা বলেছেন: অসাধারন