![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রথম চুম্বন
আমার হিমালয়ের মত স্থির দেহটিকে
কাপিয়ে তুলেছিল:
বাতাসে দোল খাওয়া ধানের শীষের মত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
অগ্নি কল্লোল বলেছেন: হ
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
আরণ্যক রাখাল বলেছেন: বাতাসে দোল খাওয়া ধানের শীষের মত
এই জায়গাটা চরম হয়েছে।
চার লাইনের মধ্যেই অনেক কথা। বিন্দুতে সিন্ধু।
চমৎকার।
প্লাস
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
অগ্নি কল্লোল বলেছেন:
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
অগ্নি কল্লোল বলেছেন: ললিপপ বস্।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
আরণ্যক রাখাল বলেছেন: ললিপপ খাইতে মন চাইতেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: ব্যাটা কিনে খা!
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
আরণ্যক রাখাল বলেছেন: এইটা কাল রাতে লিখছিলাম, পোস্টও করছিলাম সামুতে। সকালে ডিলিট করে দিছি। এইটারে পাবলিক নিতে পারবে না।
যদিও তাকে চুমু খেতে গিয়ে রক্তাক্ত হয়েছে ঠোঁট,
বুকের ভেতর বাজেনি প্রেমের ঘণ্টি,
প্যান্টের ভিতর আটকে থাকা রকস্টারকে বলেছি,
“গুরু, যারা সামাল্কে। আরেকটু কাব্য করি”
এবং যদিও হস্তশিল্পেই আমি স্বাদ পাই বেশি,
তাকে ছেড়ে দিতে আমার কষ্ট হয়েছে।
আপাতত, আমি সকাল দেখে মুগ্ধ হব।
অর্ণবের গান তোমরা শোন। আমি
না হয় নায়লা নাইমের গালে খুঁজে নেব
প্রেমের তিলক (তিলক গালে পাওয়া যায়?)। বালক,
“প্রেমের মায়েরে বাপ!”
বিঃদ্রঃ- পোস্টটা কাল সকালেই ড্রাফট হয়ে যাবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
অগ্নি কল্লোল বলেছেন: পোস্টটা ড্রাফট না করলেও পারতি
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার অনুুকাব্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।
আপনাকে পাশে চাই সবসময়
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: ভাল লাগল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।
আর আমার ব্লগে স্বাগতম
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।