![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যেদিন
তোমার বাহু স্পর্শ করি
নষ্ট দেহে
শিহরণ জাগে নি।
এরকম স্পর্শ
আমি অহরহ পাই।
কিংবা,এর থেকেও বেশি।
শিহরণ জাগার মত
দেহ-ক্ষুদা মেটাবার মত
কিছু একটা আমায় দেবে?
এক রাত।
বনলতা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
অগ্নি কল্লোল বলেছেন: থ্যাংকু।।
ভুল করে নিজের পোষ্ট মন্তব্য করেছি।।
ঐ মন্তব্যটা তোর জন্য।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
অগ্নি কল্লোল বলেছেন: তোর ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
জীবনানন্দের বনলতা আর আমার বনলতার মধ্যে পার্থক্য আছে।।
জীবনবাবুর একটা বনলতা আর আমার?
থাক বল্লাম না।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: মেলা বনলতা?
গুড।
তয় আমি একটাকেও দেখি নাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
অগ্নি কল্লোল বলেছেন: দেখছিস একটাকে।
তসলিমা নাসরিন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: প্রথম পেজের কী অবস্থা?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
অগ্নি কল্লোল বলেছেন: না।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
নুরএমডিচৌধূরী বলেছেন: শুরু টা এমন কথা মালায় হলে
শেষ টা হবে ভয়ঙ্কর
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
অগ্নি কল্লোল বলেছেন: হা! হা! হা!
কবিতা কেমন লাগলো জানাবেন।।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
মেজদা বলেছেন: অল্পতেই সন্তষ্ট। ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ মেজদা।
ছোট লিখে মজা পাই।
কবিতায় গভীরতা কতটুকু জানাবেন।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।।আপনিও বড় চমৎকার।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
আরাফআহনাফ বলেছেন: এক রাত ।
শুধুই?
বনলতায় তো হাজার রাত মগ্ন থাকার কথা।
হাজার রাত ও কি যথেষ্ট?
ভালো থাকবেন - শুভাশিষ রইল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
অগ্নি কল্লোল বলেছেন: কবির জন্য যথেষ্ট।।
অসংখ্য লতা পাতা এক বনলতা হয়ে ধরা দেবে কবির সামনে।
মন্তব্য ও পাঠে ধন্যবাদ জানবেন।।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
রুদ্র জাহেদ বলেছেন: মোটামুটি লাগছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: এরকম স্পর্শ
আমি অহরহ পাই
পুরাই লুল
আর বনলতাকে নিয়ে আর কতো টানাটানি করবি? জীবনানন্দও ওর মাঝে শান্তি খুঁজে পায়, তুইও একরাত চাস- বনলতাকে কি তোর ইয়ে মনে হয়? ছিঃ
ভাল লেগেছে কবিতা।
প্লাস