![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা বাবা খাজা বাবা
গাঁজা খাবি আয়
ধর্মের দোহাই দিয়া
পালাবি কোথায়।
বাবা আমার খাজা বাবা
মাজার বানাইছো ইট পাথর দিয়া
টান মাইরা গাঁজায়
পূজা কর টাকা দিয়া।
লালসালুর রঙ দিয়া
দোকান খুলছো ভালাই
কবে বাবা খাবি ধরা
আমি ইধার নাই।
তেরি দোয়া তু নিয়া
কাপড়ে খুইলা মাখ
বাবা বাবা ভন্ড বাবা
মে হুঙ্গি বাঘ?
ক্ষমতা তোর আকাশ সমান
বাহ বহুত আচ্ছা
গাঁজায় মাইরা টান
হইলি ক্যান লুচ্ছা।
"ভক্ত আইছে চুপ কর শালা
গলা ছাইড়া ধর
খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা"
ভন্ড বাবা ভন্ড বাবা মারহাবা মারহাবা।
আমার বাবা তোমার বাবা
ভন্ড বাবা সাধু বাবা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যিবাদ।।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতা আপনি ভালই লিখেছেন, তবে কবিতার মূল বক্তব্যটা ভাল লাগেনি!
খাজা বাবা জীবিত থাকতে উনার মাজার হয় ক্যামনে। খাজা বাবার মাজার হয়েছে উনার মৃত্যুর পর। আর উনার মৃত্যুর পরে যদি কিছু স্বার্থান্বেষী মানুষ উনার কবরকে ঘিরে পূজা, পার্বণ, গাঞ্জা খাওয়া-খাওয়ী করে। তাহলে সেজন্য উনার কি করার থাকতে পারে?
আপনার মৃত্যুর পরে যদি আপনার সন্তানেরা আপনাকে পূজা করে, তাহলে আপনি কি পারবেন তাদের কে নিষেধ করতে? যদি বলতে হয় তাহলে তাদেরকে বলুন, যারা এই ধরনের নোংরামি মূলক কার্যকলাপ করে!
আমি বর্তমান সময়ের পীর নামধারি ভন্ডদেরকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু তার মানে এই না যে, একজন প্রকৃত ঈমানদারের নামে কিছু বলা হলে চুপ করে থাকবো। আপনি কোন ধর্মের অনুসারি জানি না। তবে গাউছুল আজম খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.) ইসলাম ধর্মের একজন সাধক। আর আমার জানা মতে তিনি প্রকৃতই একজন আল্লাহর অলী ছিলেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
অগ্নি কল্লোল বলেছেন: টাইগার ভাই এই খাজাবাবা বলতে বর্তমান সমাজের ভন্ড পীরদের বুঝিয়েছি।।।
খাজা বাবা কিন্তু এমন ছিল।। সত্য কাহিনী নিয়েই লিখছি। মাজারটা এখানে প্রতিক মাত্র। বাকিগুলো সব সত্য।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হুম, তা অবশ্য ঠিক যে, বর্তমান সময়ের পীর নামের ভন্ডরা যেভাবে পীরগিরীর নামে আধুনিক ব্যবসা পেতে বসে আছে সেটা সত্যিই দুঃখজনক। তবে এব্যাপারে প্রকৃত পীরদের কোন হাত আছে বলে আমার মনে হয় না।
আপনি খোঁজ নিয়ে দেখুন, পৃথিবীতে যত মাজার আছে, তার মধ্যে প্রায় প্রত্যেকটা মাজার গড়ে উঠেছে কোন না কোন প্রকৃত ঈমানদানদের কবরকে ঘিরেই। এগুলো তৈরি করে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের ব্যবসা করার জন্য। আর যেখানে দিনের পর দিন ইবাদাতের নামে চলে, অশ্লিল কাজ, বেলাল্লাপনা ইত্যাদী!
অবশ্যই এগুলোর থেকে আমাদের সচেতন থাকতে হবে। আর সচেতন করতে হবে আমাদেরই চারপাশে ছড়িয়ে থাকা ধর্মভীরু মানুষদেরকে। তবে এই ধরনের ভন্ডপীরদের ব্যবসা আস্তে আস্তে লাটে উঠবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
অগ্নি কল্লোল বলেছেন: ভাল বলেছেন।।
ভন্ড পীর হাটাও
ইসলাম বাচাও।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
মিজানুর রহমান মিরান বলেছেন: ভন্ড পীর হাটাও
ইসলাম বাচাও।
সহমত...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
অগ্নি কল্লোল বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
জ্যোস্নার ফুল বলেছেন:
চখাম হইছে বাবা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতার অন্তর্নিহিত
কথা মালা দারুন
সু প্রিয় কবি হ্রিদয়েতে গাথিয়া লইলাম
ফের এমিন্টা লিখিলে ফের গাথিয়া লইব তাতেও কোন ক্রিপনতা থাকবে না
ভালি লাগা জানবেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ ভাই।। আপনার পারুর অপেক্ষায় থাকবো।। যত তাড়াতাড়ি পারেন হাজির করাইয়েন।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: মূলভাবটা ভালো নিঃসন্দেহে কিন্তু ছড়া কিংবা কবিতা যাই বলি না কেন, সে হিসেবে ভালো হয়নি, অন্তত লাগেনি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
অগ্নি কল্লোল বলেছেন: লাভ ইউ।।।
প্রথম ছড়া লেখলাম।
আমাকেও ভাল লাগেনি।
তবুও দিলাম।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে দারুণ হয়েছে। ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ ছড়াকার!!
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ পরি আপু।।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: মূল কথাটা ভালো। প্রথম প্লাস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ সঙ্কু দাদা!!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
জেন রসি বলেছেন: ভালোই বলেছেন।