![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী,আপনার চোখে কি এখনো কালো কাপড় পড়া?? আপনার কানে কি এখনো বিজয়ের গান?? ধর্ষিতা কি শুধু তনু একা হয়েছে?? ধর্ষিতা হয়েছে পুরো দেশ পুরো সমাজ। ধর্ষিতা হয়েছেন আপনি।মৃত্যুর শুধু তনুর একার হয়নি মৃত্যু হয়েছে আপনার বিবেকের। আজকে সমাজ বর্বরতার দিকে যাচ্ছে। প্রতিটা মানুষ কুত্তা হয়ে উঠছে। গতকাল ক্রিকেট ম্যাচ হলো। ১ রানে হার। বাঙালি ১ রানের মূল্য বোঝে অথচ একটা নিস্পাপ জীবনের মূল্য বোঝেনা।।
অগ্নি,শত ধিক পারে
ক্রিকেট মার্কা বাঙালির তরে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিরাপদে থাকুন।।।।
গদি ধরে রাখুন।।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: গতকাল ক্রিকেট ম্যাচ হলো। ১ রানে হার। বাঙালি ১ রানের মূল্য বোঝে অথচ একটা নিস্পাপ জীবনের মূল্য বোঝেনা।।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:০৩
তানজির খান বলেছেন: প্রধানমন্ত্রীর উপর এত দ্রুত আস্থা হারালে হবেনা। এই যে আমরা লিখছি সেটা প্রধানমন্ত্রীর চাইতেও কখনও কখনও শক্তিশালী ভাই।
লড়াই আমাদের চলছে, চলবে