![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেলায় ধর্ম বেজার
তোমার বেলায় ঠিক
তেলা মাথায় তেল না দিলে
অগ্নি নাস্তিক।
বন্ধু তুমি কেমন মানো
বেদ-কোরানের বাণী
মরিচীকায় ধর্ম চর্চা
ভন্ডামিটাও জানি।
সুদকে তুমি মুনাফা বলো
ঘুষকে বলো লাভ
ধর্মান্ধরা আজীবন ব'য়
অন্ধকারের ছাপ।
উৎসব আর আতশবাজি
আমার বেলায় হারাম
টুপি মাথায় বোমাবাজি
এ কোন হালাল ব্যারাম?
স্রষ্ঠা বানাও পূজো করো
ভাসিয়ে দাও জলে
দূর্গা তোমার হয় কি খুশি
অপচয় হলে?
মুখে তোমার শত হাদিস
শত গীতার বাণী
কাজের বেলায় "ইয়াত নেহি"
এ কোন ফাজলামি।
>সংক্ষেপিত।
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩
ফিরোজ শাহ্ বলেছেন: অসাধারণ বলেছেন
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
অন্তু নীল বলেছেন: জটিলস.।।
হক কথা
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪
অগ্নি সারথি বলেছেন: হক কতা!
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে! আরো ভালো হবে সামনে ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ দোস্তো!
সংক্ষেপিত কেন? পুরোটাই চাই
৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১:৪২
মহা সমন্বয় বলেছেন: উৎসব আর আতশবাজি
আমার বেলায় হারাম
টুপি মাথায় বোমাবাজি
এ কোন হালাল ব্যারাম?
হা হা ব্যাপুক মজা পেলুম।
৮| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫
মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: টুপি মাথায় বোমাবাজি
এ কোন হালাল ব্যারাম?
ধর্মেত এটাকে হালাল বলে না। ছন্দের স্বার্থে মিথ্যে না টানাই ভালো।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: নতনি পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার হয়েছে।