নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........................
ঘৃণা ও ভালোবাসার মধ্যবর্তী এক অনুভবের অন্তরালে
আমার এই বেঁচে থাকা, মৃতদের দুনিয়ায়; জানি,
নিরাময়ের জন্য একটি বারও এগিয়ে আসবে না তুমি
কেননা, তোমার চোখে, আমি তো সেই সমাহিতজন
যার কবরে কোনও সমাধিফলক পর্যন্ত থাকতে নেই
সমুদ্রবর্তী এক শহরের ভিড়-ভাট্টা ঠেলে আমার নিঃসঙ্গতাকে
সান্ত্বনা দেবো বলে, যখন আমি ঢেউগুলোর কাছে নিয়ে যাই,
দেখি, ক্রমাগত চাপে প্রাচীন সব পাথরের বুক ভেঙ্গে
বেরিয়ে আসছে লাল রঙের ক্ষরণ; কী নামে ডাকবো এদের?
সেই অসহায়ত্বের মধ্যে আমি যখন তোমার নাম ধরে ডাকি
ভেসে ওঠে মৌন শীতল শাদা হাড়; কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে
মিশে যায় আন্দোলিত ঢেউসমাবেসে, এবং তোমার ডান হাত থেকে
খসে পড়ে স্বর্ণনির্মিত বালা, সমুদ্রের উদ্ভাসনে যেন কোনও
উজ্জ্বল মাছের লম্ফন;
অতএব ফিরে আসি,
বহুদিন আগে খুব একা একা মিশে যাওয়া মৃতের ভুবনে।
...........................
©somewhere in net ltd.