নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। শেষকৃত্য ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ



আঁখি নির্মিলিত দূর-কুয়াশার দেবী, তুমি কি শুনতে পাচ্ছো

আমার ডাক? দেখতে পাচ্ছো হেসে ওঠা একটা দিন

কেমন নিষ্প্রাণ, শুয়ে পড়লো খাটিয়ায়? সকালের প্রজ্জ্বলিত আগুন দাউদাউ দুপুর পেরিয়ে এখন নিথর, নিভন্ত ছাই__

এর নাম বুঝি গোধূলি! দ্যাখো, ও এখন কালচে-লাল কাফন

ওর শেষকৃত্যে জমায়েত হচ্ছে হাজার হাজার অন্ধকার!

একটু পরেই তার অন্তিমযাত্রা, তুমি কি দেখতে পাচ্ছো, দেবী?



ইঙ্গিতপ্রধান সেই তিরোহিত সম্ভ্রমের শেষকৃত্যে অংশ নেবো আমি;

গ্রামবাঙলা পার হয়ে বিপুল মাঠের মধ্যে প্রাণপণ দৌড়ে যাচ্ছি

আর আমার মাথার ওপরে শুধু শুধু অনর্গল জল ঢেলে দিচ্ছে

হিংসুটে মেঘ! বিভ্রান্তিরঙের সেই জলধারা বিঘ্ন করে দৃষ্টিসঞ্চালন;

দূর-কুয়াশার দেবী, ধাঁধাশীল চোখে তুমি ওভাবে ঘুমাও!



শবযাত্রীদের ডেকে কানে কানে বলে দাও__

গন্তব্য সুদূর নয়, পৌঁছে গেছি প্রতীজ্ঞার খুব সন্নিকটে।



Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ







মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

পাগলমন২০১১ বলেছেন: ইমন ভাই যেখানেই থাকুন ভালো থাকুন।
আপনি বেঁচে থাকবেন কোটি ব্লগারের হৃদয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.