নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। ঘোটকীর খূর ।।
প্রত্যেক বাজিতে হেরে, মনে হচ্ছে, জিতে যাবো
পরের বাজিটি; এর ফাঁকে কালো ঘোটকীর খূর
আমাকে মাড়িয়ে যাচ্ছে মমতানিষ্ঠুর!
দৃষ্টিশক্তিহীন মধ্যরাতে, প্রতিপক্ষ অদৃশ্য, প্রচুর;
কার কাছে হেরে যাচ্ছি? ভাবতেই আবারও মধুর
যন্ত্রণা জানাচ্ছে, 'কালো সেই ঘোটকীকে ভাবো'!
...........................
।। অরাজনৈতিক ।।
জিরাফোচ্চ শব্দাবলী ঝরে পড়ছে
রাজমাঠে মাঠে;
ও জননী,
আমি খুবই জনসাধারন;
আমার উচ্চতাহ্রাসে
তোমার মর্যাদা বেড়ে যায়!
...........................
।। পুরুলিার বন ।।
কালো ঘুঘুর কান্না শুনেছিলাম পুরুলিয়ার বনে,
তখন আমার দোয়েল-বয়স; তখন সারা মনে
কলমি বিলের গন্ধমাখা হাওয়া, অদৃশ্য পাঞ্জাবি।
তিরিশ বছর পরে তোমার পেছন-ফেরা চুলে
কী রহস্য, নির্জনে আজ ব্যাকুল হয়ে ভাবি__
খুনের দৃশ্যে আনন্দ কি দেখতে পেলাম ভুলে?
সব-পেয়েছি'র ক্লান্তি শেষে কালো ঘুঘু হবে?
তুমি আমার রাত-বয়সের স্বপ্নশিশুক্ষণে
পুরুলিয়ার বন হবে ফের? অভিন্ন শৈশবে!
...........................
।। সহজিয়া ।।
সহজিয়া ভাবের ভিখারি হয়ে এই দ্যাখো,
গাঁওয়ালে তো বেরিয়ে পড়েছি!
যা চাই, পেয়েও যাচ্ছি, এতো ভার ভিক্ষাঝুলি
টেনে নিচ্ছি গ্রামে-গ্রামান্তরে;
এ-ভবসাফল্যগ্রাম পার হয়ে কোনওদিন
ঠিকঠাক পৌঁছে যাবো তোমার নতুন লোকালয়ে
বলো, খুব হাততালি, পুরনো পথিক সেই আমি
নতুনের অভিধা কি পাবো?
...........................
।। আজ রাতে ।।
আজ রাতে
সমুদ্রগোলাপ ফুটে ঢেকে যাচ্ছে বঙ্গোপসাগর
তবু আজ
কল্পপাখিবন ছেড়ে সামুদ্রিক সত্যে যাবো না
বহুদিন আগে, যে-পাখি উড়ালে উঠে
অপনয়নের দিকে চলে গেছে, কোনওদিন ফিরে আসবে না;
তার ভাঙ্গা-বাসার নিকটে
সারারাত বসে থাকবো
স্বপ্নচৌকিদার
প্রস্ফুটিত বাস্তবের ঘ্রাণ যত অলৌকিক হোক
এই রাতে, প্রবোধের জটিল-লালসা ছেড়ে
সমুদ্রগোলাপমন্ত্রে মাতাল হবো না
.... ....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
পোয়েট ট্রি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর...
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
শিশেন সাগর বলেছেন: জিরাফোচ্চ শব্দাবলী ঝরে পড়ছে
রাজমাঠে মাঠে;
ও জননী,
আমি খুবই জনসাধারন;
আমার উচ্চতাহ্রাসে
তোমার মর্যাদা বেড়ে যায়!
সুন্দর কবিতা