নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। স্মৃতিসৌধ ।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

................ স্মৃতিসৌধ ...............



যেখানে ছিলো জলাশয়, ধানক্ষেত, সেখানেই

নির্জীব এক পাথরচূড়া সগর্বে দাঁড়িয়ে ছুঁতে চাইছে আকাশ

শোকার্ত হাওয়ার দীর্ঘশ্বাস উষ্ণতা দিচ্ছে তাকে

বৃষ্টি মুছিয়ে দিচ্ছে তার চোখ থেকে গড়ানো গোপন অশ্রুজল

ওটাই আমাদের অহংকার, স্মৃতির মিনার আমাদের;

বিজয় আমাদের অভিষিক্ত করেছিলো, কিন্তু যুদ্ধে গিয়েছিলো যারা

কেউ কেউ ফিরেছে, অনেকেই আর ফিরে আসেনি।



ধূসরবর্ণ একাত্তরটি ভুবন চিল দিনরাত পাহারা দিচ্ছে

এই স্মৃতিসৌধ, মাঝে মাঝে উড়ে উঠছে আকাশে

আর তাদের চঞ্চু থেকে উৎসারিত নীরব আর্তনাদে

গাঢ় হচ্ছে মেঘ, তাদের ডানা থেকে খ'সে পড়া পালক

আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে সেই সব বীরদের কথা

আর কোনওদিন ফিরে আসেনি যারা; ইতিহাসের পবিত্র পাহারাদার

ওইসব ভুবন চিলের কেউ কেউ হারিয়ে যাচ্ছে

আর আমাদের মনে পড়ছে সেইসব আলোকিত মানুষের কথা

ঘর থেকে ডেকে নেয়া হয়েছিলো যাদের এবং যারা

আর কোনওদিন ফিরে আসেনি।



ওই স্মৃতিসৌধের শীর্ষ ভেদ করে প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে:

মানবতাবিরোধী সকল হায়েনার ফাঁসি চাই।

..........................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ব্জ্র নিনাদে গুড় রন সজ্জায়
এক হও বীর বাঙ্গালী
রাস্ট ভাষা ও স্বাধীনতার চেতনায়
দূর হোক অপশক্তি ঘৃণ্য রাজাকার
স্বাধীনতা কেঁদে ফিরে
বাংলায় বারবার
আর নয় অন্যায় , খুন যখম নির্যাতন
পদধলে সফল হোক জনতার জাগরণ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

পোয়েট ট্রি বলেছেন: অশেষ শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.