নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। তোমারই বসন্তদিনে ।।
......................... ................
তোমারই বসন্তদিনে আমাদের বীর্যবান দৃঢ় পুষ্পগুলি
প্রতিরোধ-পর্বে দিলো প্রাণ; সেই চৈত্রমাসের আগুনে
তুমি কি দেখেছো গুণে, ও-আমার স্বদেশের ধূলি,
কতো তীর কতো দিকে ছুটে গিয়ে ফেরে নাই তূণে!
তোমারই বাগান-ভরা এতো এতো কেউটের দল
দংশনে দংশনে আর সুচতুর প্যাঁচের ভেতরে টেনে
যাদের থামিয়ে দিলো, করে তুললো মৃত্যু-নিষ্ফল;
তাদেরই পুষ্টিতে লেগে, ভালোবেসে, নিষ্পাপ জেনে,
এতোটা বছর তুমি ফুটিয়েছো নানাবর্ণ নির্লিপ্ত কুসুম!
এখন তারাই কাড়ে স্বস্তি আর দুচোখের কাঙ্খিত ঘুম,
তোমাকে কালিমালিপ্ত করে তোলে তাদেরই কদর্য রঙতুলি;
এ-যাতনা আর কেন মেনে নেবো এবার ফাগুনে?
দ্যাখো নবজাগরণ, লক্ষ প্রাণ উঁচিয়েছে মুষ্ঠি ও অঙ্গুলি
বকেয়া উশুল করে নাও আজ মাথা গুণে গুণে!
......................... ................
©somewhere in net ltd.