নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........................
আগুনের হলকা-ছোটা দিন আসবে
তবু বলা হবে বসন্তকাল
পূর্ণিমাও কি ফুটবে না আবার?
সেই বৃত্ত কি প্রাচীন কালের স্বর্ণমুদ্রা?
এইসব কনফিউশনের মধ্যেই বেরিয়ে পড়বো
শুধু চাঁদ দেখবো, গাধা দেখবো না__ তাও কী হয়!
অগত্যা, ইতিহাস ও প্রাগেতিহাসের ঠিক মাঝ-বরাবর
মাঠের মধ্যেই যেতে হবে আমাকে
ক্লিপ সাঁটানোর পক্ষে, যথেষ্ঠ পাতলা হয়ে আসছে তোমার চুল
তবু একে বলতে হবে তূঙ্গ-সময়
যুদ্ধে ও প্রেমে এতো মিথ্যাচার!
বীরত্বের মাঠগুলো গাধায় গাধায় ভরে যায়...
...........................
©somewhere in net ltd.