নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..........................
কত জন এসেছিলো থাকার প্রতীজ্ঞামাখা মনে__
তবু বলো, কে ফেরেনি? একদিন ঠিক ফিরে যাবো
গোধূলিলালিমার পিছু-নেওয়া গোঁযার রাখাল;
আমার গবাদিগুলো এতিম দুচোখে দেখে যাবে
আসন্ন সন্ধ্যার লাল ধুলো; ঝিঁঝিঁডাকা বনে বনে
পড়ে থাকবে অভিমান, অহমিকাময় অন্ধকারে।
তোমার অবুঝমুখ, মনে করো, তখনও হারাবো?
রাত্রিমাঠ মুচড়ে দিয়ে টগবগে অশ্বসকাল
তোমার দুয়ারে হবে খাড়া; আর তুমি তো পস্তাবে!
ঝুরঝুর আয়না হে, ঋদ্ধ-পলেস্তারা বলি যারে;
বিপরীতে পারদপ্রলেপ ছাড়া কী মর্মার্থ পাবে?
বৃক্ষের সমস্ত অর্থ বহেনি কি ছোটখাটো ডাল?
যে আছে, যে ফিরে গেছে, সিংহ যারা এ-জগদ্বনে,
কে তার কাহিনীতলে দীর্ঘশ্বাস রাখেনি গোপনে?
..........................
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
পোয়েট ট্রি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অফুরান শুভকামনা রইলো...
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নাইস কবিতা,মনমুগ্ধ করা।
ভাল লাগা রইল।