নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........................
এখনও স্মৃতির জোনাকিরা দলে দলে
ঘনসন্ধ্যার জানান দিচ্ছে, ভালো;
তোমার চুল ও দুচোখ চোঁয়ানো জলে
ঝরে তো পড়ছে এতো পুরাতন আলো!
একটি অতীত রাত্রির মৃতদেহ
পড়ে আছে পথে; সাফ-সুরতের ছলে
বাড়ছে লোকের অকারণ সন্দেহ;
গীবতের গান উচ্চকিত সামান্য জঙ্গলে।
তুমি আমি তার দুইপাশে দুই গলিত শবের মত
থির হয়ে আছি; সৌরঘন্টা নীরবে ধ্বনিত খুব,
ধাপ্পা-লাগা কান দুজনের, কে কত বিব্রত?
আজকে হঠাৎ প্রশ্ন টানলে, উত্তর নিশ্চুপ।
ইত্যবসরে, ঝাঁকে ঝাঁকে উড়ে স্মৃতির পঙ্গপাল
মুড়িয়ে দিচ্ছে দুই জীবনের শাখা-প্রশাখা, ডাল।
...........................
©somewhere in net ltd.