নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
............................
শরীর কখনও গোখরো সাপ
নিঃশ্বাসেরও সর্পস্বভাব;
কচি কলাপাতা খোঁজো মন!
বেড়ে যাচ্ছে রক্তের ওজন
প্রতিদিন, ক্রমবর্ধিষ্ণু রক্তভার
বয়ে চলা অসহ্য ব্যাপার;
বানপ্রস্থে যাচ্ছি না আজও
অরণ্যের ভেজামাটিজলে, যদি স্পষ্ট প্রতিবিম্বে বাজো,
সমর্পন করে যাবো সলজ্জতা, রক্তোপজাত।
অনৃত আঁচলে মুছে, আজন্ম বিখ্যাত
বেদনাকে রুয়ে দিয়ো বিজনবিলাসে;
বসন্তদুয়ার ঠেলে চৈত্র সন্ত্রাসে
ঢুকে যাচ্ছে তাপলীলাক্রমে, মনে ও শরীরে;
দিগন্তে অদৃশ্যনদী, ফুটে ওঠো ধীরে!
............................
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ++++++++