নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........................
।। তিনটি নৈঃশব্দ্য ।।
অবিরাম তুষারপাত
প্রত্যূষ হতে আরও এক ঘন্টা বাকি
নির্জন কক্ষে, সদ্যমৃত মুখটাকে জীবিতই মনে হচ্ছে
।। অবিকল্প গান ।।
কান্না এই পৃথিবীর একমাত্র গান
প্রতিটি মানুষ যাতে কণ্ঠ দিয়েছিলো
।। চঞ্চুলিপি ।।
উড়ে যেতে যেতে পাখি
আকাশের ডায়েরি খুলে, নীলপৃষ্ঠা জুড়ে,
টুকে রাখে ভূখণ্ডের সমস্ত বর্ণনা
পরিযায়ী পাখিদের পাদটীকাভাষ্য যদি পড়ো
জেনে যাবে, আমাদের ভবিষ্যবেদনা,
ষড়যন্ত্র বিবর্ধিত দলকানা রাষ্ট্রকৌশল,
জেনে যাবে,
প্রণয়ের প্রকৃত প্রলয় কেন যুদ্ধ হয়ে আসে
পুরাতন চোখে যদি কোনওদিন ফিরে আসো
নীলগ্রন্থ উন্মোচনে ওইসব চঞ্চুলিপি তোমাকে পড়াবো
চকিতচুম্বনে যত পাখিভাষা সংক্রমন করে দেবো
তোমার দুচোখে আর মস্তিষ্কের ভাবনামণ্ডলে।
জেনে যাবে,
আমাদের পিতা প্রজ্ঞা, মাতা স্বপ্নদেবী।
...........................
©somewhere in net ltd.