নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........................
থরে-বিথরে দাঁড়ানো সবুজ খড়ের গম্বুজ
এই পর্বতমালা
যথেষ্ট নয়, বরং ব্যর্থ;
গজানো উচিত আরও আরও পাহাড়।
সেই বর্ধিষ্ণু দৃশ্যাবলী
হতে পারে কঠিন, কিন্তু অসম্ভব নয়,
স্তব্ধ করে দেবে দিগন্তকে।
ঈশ্বর নেমে আসবে এখানে, থমকে দাঁড়াবে;
চোখ ধাঁধানো সবুজ ভেদ করে
ঠিকরে বেরুবে তোমার দুটি চোখ
সুদূর অথচ তীব্র
আলোক প্রক্ষেপণ
নড়েচড়ে উঠবে; আমি ঈশ্বরকে শোনাবো
প্রেম ও প্রতারণার গল্প।
...........................
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: খুব সুন্দর!!