নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। যে কাহিনী পটভূমি খোঁজে ।।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

..............

তারপর

শত শত বছরের পর

তোমার ঠিকানা খুঁজে পেলে

কেউ একজন

রুদ্ধ দুয়ারে দেবে হানা



অবসন্ন, ক্লান্ত সেই লোক,

উপরি-পোশাক খুলে রাখবে আসনে

যদি তুমি করো আয়োজন

অবরুদ্ধ মনের বাসনাটুকু মেলে

যদি ভাবো, এ-মানুষ, পুরনো জীবনে ছিলো অতিচেনা-জানা;

বসবে, নিভন্ত হাসিমুখ

সন্দেহভাজন সেই মৌনভাষণে



তবে এসো, কল্পনাই আজ সত্য হোক!

তাকে দিও এক গ্লাস লেবুর শরবত

হয়তো সে সবিনয়ে প্রত্যাখান ক'রে, হাসবে ঈষৎ

সমগ্র জীবনে শুধু এইটুকু সুখ

ছিলো তার চাওয়া

এর চেয়ে বড় কিছু, অনেক বৃহৎ

সুদিনের হাওয়া

অথবা তূঙ্গের মত শীর্ষময় জটিল পর্বত

আরাধ্য করেনি কোনওদিন;



তবু দ্বিধাহীন

সম্রাজ্ঞীর মত কণ্ঠে জিজ্ঞাসার ধ্বনি উচ্চারিত

তোমার ছলনা__

"হে অচেনা, কোন মহাদেশ থেকে এলে?

কী কারণে?

আমার নিকটে চাও কিছু?"



আত্মবিশ্বাসী সে, কিন্তু পরাজিত;

হৃদয়ের সবটুকু ঢেলে

রোদনবিভঙ্গদেহ হয়ে যেতে পারতো তো সেও অকারণে!

অথচ বিশ্বাস তার দাঁড়িয়েছে প্রতীজ্ঞার পিছু;

"এ-সব প্রভাতে বলা ভালো।"



প্রত্যূষে উঠেই তুমি দেখতে পেলে, সে-মানুষ নেই;

তার আগমণ আর বিদায়ের মানে

দুয়ের ফারাক নিয়ে ভাবতে চেয়েছো তুমি যেই

অম্নি আঁধার; ঘনীভূত সন্ধ্যা সবখানে।



পাশাপাশি দুইটি মোমের দেহ প্রজ্জ্বলনে

ক্ষীণতর জ্বলে উঠলো আলো..

..............

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাশাপাশি দুইটি মোমের দেহ প্রজ্জ্বলনে
ক্ষীণতর জ্বলে উঠলো আলো..

চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.