নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------
অদৃশ্য আঙুলচাপে বেজে ওঠে নিবিড় পিয়ানো। এমন অপার
রাত্রি কোনওদিনও দেখে নাই কেউ; কেবল পিয়ানো বেজে
ওঠে; বাকি সব স্তব্ধ, নৈঃশব্দ্যে নিথরকণ্ঠ ছবি হয়ে থাকে।
ও বাড়ি বিচ্ছিন্ন দ্বীপ, অতিক্ষুদ্র, নৈঃসঙ্গ্যের উৎসবে নির্জন;
তবু তো জনতা দ্যাখে কী রকম অবারিত! রাজকীয় এবং
বিশাল, হাওয়া খেলে-যাওয়া কক্ষগুলো যেন দিগন্তের মাঠ!
ওই গৃহ আসলে রহস্যঋদ্ধ, আসলে গভীর; নৈঃশব্দ্যের একমাত্র
অধিবিদ্যা, চূড়ান্ত ফিজিক্স হয়ে আছে। ওরকম গৃহকোণে বসে
থাকা চিত্রময় সমগ্র জীবন তুমি, ক্রন্দনের কনিষ্ঠ কণ্যাটি।
কেবল পিয়ানো বাজে, শুধু বাজে; অদৃশ্যের, সুরেলা, অস্থির।
সামাজিক কলহাস্য কোলাহলে একজোড়া নয়নহীরকজ্বলা দ্যুতি
আমি তো দেখেছি আর জেনে গেছি, অন্ধকারে ডুবে আছে
আমাদের ভূত ও ভবিষ্যত, সবুজ টুনিবাল্বে জ্বলে-ওঠা
অগণিত নেকড়েচোখে পর্যুদস্ত মাঠের ভেতরে, সম্ভাবনাহীন।
অথচ পিয়ানো বাজে; প্ররোচনা উস্কে ওঠে বিস্তীর্ণ শ্মশানে,
তুমি সেই রাত্রি আর গৃহটির মানে কোনও স্বপ্নে তর্জমা
না ক'রে, অভিশপ্ত ভেবেছো নিজেকে। আমিও সে-অভিশাপ
বয়ে যাচ্ছি বর্ধিত রাত্রির মধ্যে অনন্তের পথে পথে, একা!
--------------
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
লেখোয়াড় বলেছেন:
অনেক কঠিন শব্দ!
তবুও ভালো লাগল।
শুভ বিকেল।