নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
............................
আবার তোমাকে চাই, শুদ্ধ মরুপ্রান্তরে,
মরীচিকা নয়__ সুপেয় জলের হ্রদ; অলৌকিক
মনে হতে পারে, তবু চূড়ান্ত লৌকিক।
ঘৃণাপত্রময় বৃক্ষে সবুজ আঁধার ফেটে ফুটে ওঠা
মমতার ফুল রাশিরাশি; ক্লান্তিকর কূজনের
তীব্র আওয়াজ ভেদী দোয়েলের শিস,
আবার তোমাকে চাই, চৈত্রদিনের লু-হাওয়ার ভেতরে
একমাত্র ছায়া, হতে পারে, প্রলোভন
সে-বৃক্ষের নাম। তবু চাই, সর্বাত্মক চাই;
বঙ্গোপসুন্দরীর পাশে ব'সে চূড়ান্তের ব্রহ্মচারী
তোমাকেই ফিরে ফিরে চাই___
যে-তুমি সর্বস্বপর্যুদস্ত রাণী, নিঃস্বতার প্রতিমূর্তি, তবু
সম্রাটেরে ভিক্ষুকের তকমা দিতে পারো;
আবার তোমাকে চাই, আবারও, আবারও...
............................
©somewhere in net ltd.