নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। কোনও এক জন্মে আমি ।।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

..........................

দুইটি জন্ম নিয়ে অর্ধজীবনে বেঁচে আছি

পরিত্যায্য, মর্মান্তিক, একলা মানুষ; আর

লক্ষ করেছি, মানবদেহের মধ্যে দুটি চোখই

একমাত্র সেই অঙ্গ, জন্ম থেকে মৃত্যুঅব্দি যার কোনও

আকৃতিক হ্রাস-বৃদ্ধি নেই। একটি জন্মে এই প্রতারণাপ্রস্ফুটিত



বাঙলারণ্যে ওয়াফাদারী করি; আরেকটি জন্ম পড়ে থাকে

পেরুর জঙ্গলে, সাইবেরিয়ার গাঢ়শাদা বরফের হীমতলদেশে,

চীনের প্রাচীরে, মধ্যপ্রাচ্যে, অন্ধকার ফিলিস্তিনে

গেরিলার সতর্ক দুচোখ নিয়ে প্রগাঢ় সবুজ যত জলপাই বনে।



আদিগন্ত স্বপ্নোদ্যানে, কোনও এক জন্মে আমি তোমাকে পেয়েছি

ক্ষণকাল, দূরদেশে; তারপর, পেতে পেতেই অকস্মাৎ

হারিয়ে ফেলেছি বার্লিনে, পূর্ব-ইউরোপে;

অতিকায় জলদেশ পার হলে পৃথিবীর মহান দানব

আমাদের স্বপ্নগুলো সুস্বাদু ফলের মত কড়মড়

চিবিয়ে চিবিয়ে খায়; যদিও সে দানবের অঙ্কশায়িনী তুমি,



দুইটি জন্মের মধ্যে, কোনও এক জন্মে আমি

আবারও তোমাকে পাবো উদিত সূর্যের তলদেশে;

সেই বার, ধ্রুব-আকৃতি দুই চোখের কসম, কোনও অযুহাতে

আর কোনওদিনও হারাতে দেবো না; ফলে ও ফলনে তুমি

বর্ধিষ্ণু বাগান হয়ে বেঁচে থাকবে

আমাদের শ্রম, স্বপ্ন, প্রেম আর কাঙ্ক্ষার ভেতরে;

অবোধদিনের কোনও ক্রোধ-ক্রুটি অবহেলা দেবে না তোমাকে,

দানবের কোনও অপলীলা আর তোমাকে ছোঁবে না।

..........................





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.