নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। যে-দৃশ্য বাঙ্ময় হয়ে আছে ।।
..........................
জগন্ময় পঙ্গপালের মত এই যান্ত্রিক বাহনগুলো যেন যথেষ্ট নয়; মাটিতে নিথর পড়ে থাকা তোমার স্পন্দনহীন বাহুদুটি কামনা করছে আরও গতি, নিপীড়ন, পিষ্টতা; যেন আরও খণ্ডিত, ছিন্নভিন্ন হতে চায় ওরা; চায়, মুড়মুড় করে ভাঙতে ভাঙতে শাদা পাউডারে পরিণত হোক তোমার হাড়গুলো! তোমার ওপর দিয়ে হু হু বয়ে চলা বাতাস এতই অভিজাত আর আলোকঋদ্ধ যে, যে কেউ এর ভেতর দিয়ে তাকালে, দিগন্ত ভেদ করে চলে যাওয়া ভূপৃষ্ঠরেখা দেখতে পাবে শেষপ্রান্ত অব্দি!
মাটিসমতল থেকে এক বিঘত ওপরে পড়ে থাকা তোমার চোখ দুটির ভেতর দিয়ে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত তোমাকে খুঁজছি আমি; সবুজ অরণ্য ছাড়িয়ে, গমরঙের মাঠ-ক্ষেত পার হয়ে, তোমার দেহ আর দিগন্ত ভেদ করে আমি খুঁজছি তোমাকে। নিশ্চুপ, স্তম্ভিত হয়ে আছে অবারিত ভূভাগ। আমি পাচ্ছি না তোমাকে। খুঁজে পাচ্ছি না। আর তুমি বলছো, আকাশের ওই উঁচু থেকে কোথাও না কোথাও ঝুলে আছো তুমি! কিন্তু ভূসমতল ছেড়ে অতো উচ্চতায়, আকাশের দিকে আমি চোখ তুলতে পারছি না যে!
বাংলার পরিচিত আকাশ পেরিয়ে আরও দূর এশীয়-প্রশান্ত অঞ্চল অনুশীলন করছে যুদ্ধ। ভীনদেশী ট্যাংকের চেইনে ঘোরা চাকাগুলো উঠে যাচ্ছে তোমার বাহুদ্বয় বেয়ে। তোমার দেহে, হাতের বদলে রূপালি আঁকটানা এক জোড়া ডানা তিরতির করে কেঁপে উঠছে। যেন নির্দেশমাত্র ওরা তোমাকে উড়িয়ে নেবে চিরবিজয়ের দেশে!
..........................
©somewhere in net ltd.