নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..............
মসুর ও গমক্ষেতে গর্জে উঠলো চৈত্রের ধমক, বসন্তও
ভেগে যাচ্ছে ব্যাপারীপাড়ার সরু আলপথ দিয়ে
এবসন্ত চিরস্থায়ী দুঃখ নিয়ে কুসুমের মত আজ
বিহারের দিকে কিন্তু শরণার্থী নয়! যদিও এপ্রিল
উঁকি দিচ্ছে পঁচাত্তর খিষ্টাব্দের মেঘ যে-রকম
যে-রকম অগ্নিকাণ্ড সুষুপ্ত রাত্রির গৃহকোণে
আবারও সে পড়ন্ত চৈত্রের দিন মনে করে
সংক্রান্তির চড়কোৎসবে ধূলিঝড় উস্কে ওঠে
জটু মণ্ডলের বটগাছটিকে ঘিরে; নীরবে দুচোখ
ভিজে যায়। বঙ্গাব্দের ঢোল কাঁধে আবারও বোশেখ
আমাদের ব্রহ্মতালুতে দেয় টোকা; বাঙলার, বিহারের,
সাঁওতালের পাখির পালক ওড়ে চৈত্রময় মাঠের নিঃশ্বাসে।
এতো ঝড়, এতো উড্ডয়ন আজ দিকেদিকে পাখনা মেলেছে,
তবু তার উড়বার বাসনায় প্রত্যাবর্তনের বাতাস লাগলো না!
..............
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২
বোকামন বলেছেন: আবারও সে পড়ন্ত চৈত্রের দিন মনে করে
সংক্রান্তির চড়কোৎসবে ধূলিঝড় উস্কে ওঠে
সত্যিই চমৎকার +++