নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। কবিজীবন ।।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

..............

স্বর্গের মহান আবহাওয়ার মধ্যে বসে

এইসব কবিতা লিখেছি আমি__ এমন ধারণা

ভুল; চল্লিশ ডিগ্রী ফারেনহাইটের নিম্ন তাপমাত্রায়

তোমার শোবার ঘরের জানালার নিচে

যেসব ঢেকিলতা বেড়ে উঠছে, তার পাতাজুড়ে

বেঁচে থাকতে থাকতে লিখছি কবিতা।



লিখছি, একটা ঝাউগাছের সুচসদৃশ পাতার ওপর

বেঁচে থাকার সংগ্রাম করতে করতে, ঝাউগাছ নয়

আমাকে বাস করতে হচ্ছে মৃতপ্রায় পরিত্যক্ত একটা

মানিপ্লান্টের পাতার ক্লোরোফিলকে আহার্য করে;

কিংবা ধরে নিতে পারো, রসকষহীন কোনও পাথুরে মাঠে

পাথরকুচি পাতার কাছে অক্সিজেন ধার করে;

তোমার সন্তান এমনকি বিড়ালেরও উচ্ছিষ্ট বাসি দুধে

জন্মাতে জন্মাতেই বিপন্ন হয়ে ওঠা ব্যাক্টেরিয়ার

মত করুণতম জীবনচক্রের মধ্য দিয়ে আমার

জীবনপ্রবাহ সংগ্রামশীলতার পাঠ নিচ্ছে

লিখছে কবিতা__



এ জীবন এমন এক উদ্ভিদের, যে তার ডালপালা থেকে

যাত্রা শুরু করেছে শেকড়ের দিকে, যার বৃদ্ধি বিপরীত;

মরুভূমির তপ্ত প্রান্তরে একটা কাঁটাঝোপের তীক্ষ্ণ কাঁটার

পুরোভাগে বসবাস ও বেঁচে থাকাই আমার নিয়তি;

যার দেহে কখনও প্রষ্ফুটিত হয় ফুল, এমন কথা

আমি কেবল মানুষের বলাবলি ও গল্পকথার কাছ থেকেই

জানতে পেরেছি__ এতই কুসুমাস্তীর্ণ আমার কবিজীবন!

..............

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

মেহেদী হাসান '' বলেছেন: সুন্দর

২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.