নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র! গণতন্ত্র! চিৎকারে
আসমানের আমগাছ তীব্র কাঁপুক, পাকা পাকা
নক্ষত্রের বেগমপসন্দ্ আম মাটিতে ঝরুক
রাজসিংহাসন নিয়ে দেশনেত্রী-জননেত্রী
মল্লযুদ্ধে নামুক ময়দানে, চুলের গোড়ালি কার
কত শক্ত, অর্ধাহারী জনতার নলেজে আসুক
আমি খুব মেনিমুখো সামান্য মানুষ;
আমার ক্ষমতা, রাজ্য, সিংহাসন, জীবনের ধানক্ষেত
তুমি। খরা হলে, মোষের গাড়িতে যাবো;
বন্যা হলে, অধমের একমাত্র জলযানও তুমি।
মন্ত্রীসভা নেই; আমার বিরান মাঠে
তুমি এসে যোগ দাও! হৃদয়ের পার্লামেন্টে
একমাত্র সর্বদল তুমি। এসো ব্রজ, মুখোমুখি সংলাপে
ঝেড়ে ফেলি দু’বুকের দীর্ঘ-দীর্ঘশ্বাস!
দু’পাশেই জীবনের দূর্বাদল পাথরে পাথরে
চাপা বহুকাল, সবুজতা হারাতে বসেছে।
..........................
©somewhere in net ltd.