নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

পাবলো নেরুদার কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

।। জলপাই তেলের গাথা ।।

..........................

শস্যক্ষেতের মর্মরধ্বনির

পাশে, জইখড়ে বয়ে যাওয়া

বাতাসের ঢেউ ঘেঁষে

রূপায় মোড়ানো পত্রপুঞ্জ নিয়ে

জগদচাপে কোঁচকানো হৃৎপিণ্ডে

সারিবদ্ধ ও পৃথক হয়ে আছে

জলপাই গাছগুলো:

শোভন

জলপাইগুলো

ওইসব হাতের সুশ্রূষায়

মসৃণ ও উজ্জ্বল

যারা সৃজন করেছে

ঘুঘুদের

আর

সমুদ্রশামুক:

সবুজ

গণনাতীত

অপাপবিদ্ধ

নিসর্গের

স্তনবৃন্ত

এবং ওখানে

অনার্দ্র

জলপাইবনে

যেখানে

ঘুর্ঘুরে পোকা-ওড়া

নির্জন

নীল আকাশ

আর

জেগে আছে

রুক্ষ পৃথিবী

ওখানে

পরম বিস্ময়

জলপাইয়ের

নিখুঁত

ক্যাপসুলগুলো

সেই নক্ষত্রপুঞ্জ

ভরিয়ে তুললো পর্ণরাজি

তার পরবর্তীতে,

বাটিগুলো,

জাদুময়,

জলপাই তেল।

জলপাই তেলের মাতৃভূমিকে

ভালোবাসি

ভালোবাসি চাকাবুকোর

জলপাই বনগুলো, চিলিতে

সকালের

প্লাটিনামের পালকসমূহ

খাঁজকাটা পর্বতশ্রেণির

প্রতিপাদে এইসব বনভূমি।

অ্যানাকাপ্রিতে, ঊর্ধলোকে,

ইতালিয় সমুদ্রের আলোকমালার ওপর দিয়ে

জলপাই গাছেদের হতাশা

এবং ইউরোপের মানচিত্রে

স্পেন

জলপাই ভর্তি কালো একটা ঝুড়ি

কমলাফুলে ফুলে ধূলিধুসরিত

যেনবা সমুদ্রবাতাসে

জলপাই তেল,

রান্না-পাতিলের অভ্যন্তরের

পরমাবস্থা

উচ্ছ্বল পাখিদের ক্রীড়াবেদি

লেটুস পাতার ওপরে

সর মাখানোর স্বর্গীয় চাবি

পেলব ও সুস্বাদু

এবং আর্চবিশপদের মত

রাজা ম্যাকারালসের জাহান্নামে

অতিপ্রাকৃত

আমাদের কোরাস

ঘনিষ্ঠ

প্রবল স্নিগ্ধতায়

গেয়ে ওঠো তুমি:

তুমি হিস্পানিয়ল

ভাষা

জলপাই তেলের ধ্বনি-বিভাজন আছে

শব্দসম্ভার আছে

সমৃদ্ধ আর উৎকৃষ্ট ঘ্রাণময়

তোমার সুবাসিত উপাদানের মত

শুধু ওয়াইনই গেয়ে ওঠে না

জলপাই তেলও গেয়ে ওঠে গান

পরিণত আলোসহ

বেঁচে থাকে আমাদের অন্তরে

এবং জগতের যাবতীয় শুভবোধের মধ্যে

বিশেষভাবে আমি বেছে নিই

জলপাই তেল,

তোমার সদা বহমান শান্তি, সবুজের সুগন্ধসারাংশ

জলপাই গাছ থেকে ঝর্নাধারায় বেরিয়ে আসা

তোমার গাদা গাদা ধনভাণ্ডার।

..........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.