নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। পরিধেয় গাথা ।।
..........................
আমার পরিধেয়, রোজ সকালে
চেয়ারময় আমারই অপেক্ষায় থাকো তুমি
আমার গর্ব, ভালোবাসা
আশাবাদ, শরীরি উপস্থিতি
তোমাকে পূর্ণতা দেবে বলে
ঘুম থেকে উঠেছি কি উঠিনি
চকিতে বিদায় জানাচ্ছি
প্রাতঃস্নানের জলকে
তোমার আস্তিনে গলিয়ে দিচ্ছি হাত
পা দুটো খুঁজছে
তোমারই ফাঁকা পদপরিসর
এবং তোমার অক্লান্ত বিশ্বস্ততায়
আলিঙ্গনাবদ্ধ আমি
ঘাসের ওপর হাঁটতে বেরোচ্ছি
ঢুকে পড়ছি কবিতায়
জানলা দিয়ে তাকাচ্ছি
বাইরের দৃশ্যাবলীতে
নারী, পুরুষ, কর্মাদি, সংগ্রামশীলতা
একটু একটু করে
রূপায়িত করছে আমার আমিকে
দাঁড়িয়ে পড়ছে আমার প্রতিপক্ষে
শ্রম দিচ্ছে আমার হাতদুটোর সহায়তায়
চোখ দুটো খুলছে
ব্যবহার করছে মুখ
এবং এরকম আরও অনেক কিছু,
আমার পরিধেয়গুলো,
আমিও রূপায়িত করছি তোমাকে
খোঁচাচ্ছি কনুই দিয়ে
অকস্মাৎ ছিঁড়ছি তোমার আলগা সুতো
এভাবেই আমার প্রাণময়তার ভেতর দিয়ে
সপ্রাণ হয়ে উঠছো তুমি।
বাতাসের মধ্যে
সশব্দে আলোড়িত আন্দোলিত হচ্ছো
যেনবা আমার আত্মাই তুমি।
দুঃসময়ে
তুমি লেপ্টে আছো
আমার হাড়ের সাথে
নিঃস্ব, রাত্রির
অন্ধকারের মধ্যে, নিদ্রা
তোমার ও আমার ডানাগুলোকে
ক্ল্পস্বপ্নে জনাকীর্ণ করে তোলে।
বলতে চাই
যদি একদিন
শত্রুপক্ষের
একটা গুলি
আমার রক্তের ছোপ রেখে যায় তোমার গায়ে
এবং অতঃপর
আমার সাথে তুমিও মরে যাবে
কিংবা এমনও হতে পারে
এসব নাটকিয়তার
কিছুই ঘটবে না
ঘটবে অতিসাধারণ কিছু
এবং অভিনন্দিত হবে তুমি,
পরিধেয় আমার,
বৃদ্ধ হচ্ছো
আমার সাথে, আমার দেহের পাশাপাশি
আর একসাথেই
আমরা ঢুকে পড়বো
কবরে।
সেজন্যই
প্রতিদিন
নিষ্ঠার সাথে
অভিবাদন জানাই তোমাকে
এবং তারপর তুমি আলিঙ্গন করো আমাওে
আর আমি তোমাকে ভুলে যাই
কেননা অভিন্ন আমরা
এবং একত্রেই বয়ে যাবো
হাওয়ার বিপরীতে, রাতের
রাজপথে পথে, অথবা সমুদয় সংগ্রামে
এক ও অভিন্নদেহি
হতে পারে, হয়তোবা, গতিহীন হয়ে যাবো কোনওদিন।
©somewhere in net ltd.