নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের গন্তব্য-পথে অর্ধশত গর্ত, একটা ঘনজঙ্গল
এবং পথের শেষপ্রান্তে খরস্রোতা নদী;
হরিণীই এগিয়ে এসেছিলো, বলেছিলো, বাঘ
কোনও কাজের নয়; বৃদ্ধ-অথর্ব। বলেছিলো,
নদী কোনও প্রতিবন্ধকতাই নয়, পাড়ানির কৌশলও
জৈব ও ঐতিহাসিক বিবর্তনে, কেবল হরিণদেরই করায়ত্ত।
এইসব আশ্বাস আর স্বপ্নের বিস্তারন
অবিশ্বাস করার কোনও কারণ ছিলো না; যদি না দেখতাম:
জঙ্গলবর্তী হতে না হতেই পাল্টে যাচ্ছে হরিনীস্বর, দেহের
কোমলতা ও ত্বকের বর্ণবিভা; সেই হরিণী এবং
তারই অনুসারী হরিণ-দল জঙ্গলপথেই ঘিরে ধরলো আমাদের;
আমরা দেখলাম, অরণ্য গহীনে ব্যাঘ্রবেষ্টিত নিজেদের বিপন্নতা;
পরিবর্তিত আওয়াজ, বর্ণ ও আচরণের প্যাঁচের মধ্যে
অপসৃয়মান সেই গন্তব্য; হা আমাদের নদী পেরোনোর স্বপ্ন!
জঙ্গলের আবছা অলোয়
হা আমাদের বাঘ ও হরিণ চেনার দক্ষতা!
................
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
পোয়েট ট্রি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনুসরন করে মন্তব্য শুরু।
আপনার কবিতা মোবাইল থেকে পড়ছিলাম, মুগ্ধ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
পোয়েট ট্রি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। নিরন্তর শুভকামনা...
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বানোয়াট হলেও কবিতা ভালো হয়েছে ।