নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুস্কিল হলো: আয়নায় দাঁড়ালে
কেবল নিজেকেই দেখা যায়, প্রতিপক্ষ
কাচটির অন্যপিঠে লেপ্টে থাকে পারদ।
তোমার সাজগোজ, নিজেকে গোছানোর
নিপুন ভঙ্গিমা, আত্মতুষ্টির অমলানন্দ
সবাক ও সচিত্র প্রতিবেদনে সম্প্রচার করাই
আয়নাগুলোর কাজ। বুঝতে পারি, গদগদ
আহ্লাদ তরতরিয়ে ছুঁয়ে দিচ্ছে অহমিকাচূড়া
এইসব নিকট ও দূরদর্শনের দৃশ্যাবলী একপাশে সরিয়ে
ওইসব ছলা ও কৌশলের কথা ভাবো, প্রতিপক্ষকে
বিবস্ত্রীকরণের সমস্ত জাদু ও ভূমিকা তোমারই;
আয়না শুধু প্রকাশ্যের দৃশ্যাবলী সম্প্রচার করে।
................
©somewhere in net ltd.