নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণপক্ষের জাহাজ-মার্কা আলকাতরা ফুঁড়ে
নির্জন শ্মশানের মধ্যে জেগে উঠলো পরিহাসময় আসন্নতা
দাম্ভিক ও স্বঘোষিত সিপাহশালার, একা;
কটিবন্ধের খাপ থেকে খুলে ধরলেন সুরক্ষিত তলোয়ার
পরিপার্শ্বের মৃদুবায়ুগুঞ্জনকে স্তব্ধ করে দিয়ে চেঁচিয়ে উঠলেন:
শিরশ্ছেদ করবো, কচুকাটা করে ভাসিয়ে দেবো হাওয়ায়
তার বিকট অট্টহাসি ধ্বনিত হলো, ছড়িয়ে পড়তে লাগলো
ক্রমপ্রসারিত বাতাসকম্পনে; নিরেট কোনও প্রতিবন্ধকতা নেই
সেই কোলাহল শূন্যে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন শব্দে খসে পড়তে লাগলো
যেন শব্দবিদ্যার কাঁচকলা গাছ থেকে পাথুরে মেঝেতে অগণিত নিকেল মুদ্রা
পরিদৃষ্ট এই দৃশ্যমানতার কার্যকারণ
সেই দার্শনিকই বলতে পারবেন, যার প্রকাশ্য নাম: সময়
................
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
পোয়েট ট্রি বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন... শুভকামনা...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো । ভালো থাকুন