নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদেল রাহমান সাদ
এর কবিতা
=====
।। অন্ধকারের আড়ালে ।।
.........................
দৃশ্যময় সমগ্রতাকে খাঁমচে ধরেছে অন্ধকার
কী ভাবে দেখবো স্বপ্নগুলোকে
পাখির কূজনে প্রবাহিত হচ্ছে আমার স্বপ্নমালা
পাখিরাও কূজনরহিত
পথগুলো হারিয়ে ফেলেছে দিশা
বিষাদবন্যায় নিমজ্জিত এই হৃৎপিণ্ড আমার
অশ্রুনদী হয়ে উঠেছে বিষণ্নতাগুলো
হতাশার গাছপালায় জলসিঞ্চন করছে চোখের জল
উপরন্তু যখনই এক চিলতে আলোর সন্ধান পাই
বুঝতে পারি, সুখমেঘ পুনরাবিস্কারে
আরও আরও অপেক্ষায় থাকতে হবে আমাকে
ওদিকে, পাখিরা বলছে
অন্ধকারের আড়ালেই অঙ্কুরিত হচ্ছে
প্রত্যাশার বীজ, আলোর উদ্ভাসন
..........................
আবদেল রাহমান সাদ:
কবি ও কথাসাহিত্যিক। জন্ম ২ মার্চ ১৯৭৫, সুদানের ওয়াদ মাদানিতে।
বর্তমানে খার্তুমে বসবাস করছেন।
..........................
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
পোয়েট ট্রি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
মোঃ শাহাদত হোসেন বলেছেন: অনেক ভালো লাগলো। হতাশার গাছপালায় জলসিঞ্চন করছে চোখের
জল। অসাধারণ!