নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাণ্ডবদাহন চলছে... তবু শ্বেতহংসিনী আমার
বেঁচে আছো, আজও বেঁচে আছো, অবিরাম পলায়নে
তোমার পালক থেকে দ্বাদশী জ্যোৎস্নার মিষ্টি প্রলোভন
মুহূর্তে ছড়িয়ে পড়ছে কৌরবের-পাণ্ডবের দেশে
কবোষ্ণ মাংসের থেকে সুস্বাদু ঘ্রাণ কুরুক্ষেত্রকে আরও
প্রতীজ্ঞা অটল করে তোলে: ‘বিনাযুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী!’
তবে কি আসন্ন যুদ্ধ? বিষ্ণু থেকে গীতা জন্মাবে না!
জন্মালেও কুরুক্ষেত্র থামানো কি ইতিহাসে কখনও সম্ভবে?
যে-যুদ্ধের ফলাফল পূর্বনির্ধারিত, কৌরবেরা সে-যুদ্ধ ছেড়েছে?
হে স্বদেশ, বিপন্ন মরাল, বেঁচে থাকো মহাভারতের কথা ভেবে।
................
©somewhere in net ltd.