নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
----------------
গতানুগতিক, একটা সাধারণ আয়নাতেও
তোমার মুখে ফুটে উঠছে গ্রিক অপদেবী সাইরেনের মুখ;
বাঁশিতে সর্বনাশের মত সেই একই মায়াবি সুর
মাঝিরা উন্মত্ত; তাদের টেনে নিচ্ছো তুমি মাঝ দরিয়ায়
একটু পরেই করুণ সেই সলিলসমাধি
এরপর পূর্বাভাসকামী মানুষের সমাজে
প্রচলন হবে এক সতর্কধ্বনির; তোমার সর্বনাশা খেলার
ভয়াবহতাকে স্মরণে রাখতে, তোমারই নামে
সেই সংকেতের নাম দেবো আমরা: সাইরেন
শিরোন্নত যে বৃক্ষে মানুষ দেখতে পেয়েছিলো অপরূপ ফুল
এবং যার সুঘ্রাণে মোহিত হয়েছিলো
অনেক বছর নিরানন্দে বেঁচে থাকা মানুষ
সেই একই বৃক্ষের কলম থেকে জন্ম নেয়া গাছেও যে
ফুটতে পারে বিষফুল, ছড়িয়ে পড়তে পারে
মৃত-কুকুরের গলিত দেহ থেকে উৎসারিত দুর্গন্ধের চেয়েও
অসহনীয় পঁচাগন্ধ, এই কথা ভেবে, অনেক বছর যাবৎ
স্তন্যপান শেষে মায়ের কোলে ঘুমিয়ে পড়া শিশুরাও
কেঁপে কেঁপে উঠবে, বিপন্নতায়;
মিথ ও ইতিহাসের মধ্যবর্তী জীবন-উপত্যকায়
প্রত্যাখ্যাত অপবৃক্ষগুলোতে বহুযুগ ঝুলে থাকবে
ঘৃণিত এক দেবীর নাম : সা ই রে ন
................
©somewhere in net ltd.