নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্তুর র্যাবো’র কবিতা
██████████████████
।। বিসমার্কের স্বপ্ন ।।
(উদ্ভট এক কল্পনা)
সন্ধ্যা। তাঁবুর মধ্যে, চুপচাপ ও স্বপ্নময়, বিসমার্ক ভাবছেন, ফ্রান্সের মানচিত্রে তার আঙুল; তার বিশাল তাম্রকূটনল থেকে নীলাভ ধোঁয়ার একেকটা আঁটি নির্গত হচ্ছে।
বিসমার্ক ভাবছেন। ক্ষুদে নখর-সম তার তর্জনী বয়ে যাচ্ছে- চর্মপত্রের মানচিত্রের ওপর দিয়ে- রাইন থেকে মোজেল, মোজেল্ থেকে সীন; অদৃশ্য রেখায়, স্ত্রাসবুর্গে, তার নখ একটা চিহ্ন এঁকে দিচ্ছে চামড়ার কাগজটায়: উদ্ভ্রান্তের মত চালিয়ে যাচ্ছে।
জাব্রুকেনে, ভিসেম্বুর্গে, ভর্থে, সিডানে, ক্ষুদে নখরতূল্য তার তর্জনী উত্তেজনায় কাঁপছে: ওটা আদর করছে ন্যান্সিকে, শিহরণে রোমাঞ্চিত করছে বিৎশে ও পালসবুর্গকে, আঁক টানছে মিৎসের ওপর, বিন্দু দিয়ে টানা অস্পষ্ট সীন্তরেখা বরাবর একটা গমণরেখা টানছে, - আর থেমে যাচ্ছে...
বিজয়োল্লাসে চেঁচিয়ে উঠে, বিসমার্ক তর্জনীতে চেপে ধরলো আলসেচ ও লরেইনকে!- আহ! বিত্তলিপ্সার কী উন্মাদনা হলদে তার করোটির অন্দরে! আর কী সুগন্ধি ধোঁয়ামেঘ নির্গত হচ্ছে তার তাম্রকূটনল বেয়ে!...
***
বিসমার্ক ভাবছেন। ওহ! ঘন-কালো বড় একটা বিন্দু, মনে হলো, তার স্নায়বিক অস্থিরতাময় তর্জনীকে আটকে দিচ্ছে। এটাই প্যারিস।
তারপর, ময়লাটে ছোট্ট নখটি, আঁচড় কাটছে, মানেচিত্রের কাগজের ওপর, ক্রুদ্ধভঙ্গিমায়, একটা আঁক টানছে- আর শেষবার থেমে যাচ্ছে... ওখানে বিশ্রাম নিচ্ছে আঙুলটা, অর্ধ-বঙ্কিম, নিশ্চল।
প্যারিস, প্যারিস! কিন্তু হায়, ভালো মানুষটি চোখ খোলা রেখেই দীর্ঘক্ষণ এতো স্বপ্ন দেখছে যে, ক্রমান্বয়ে, তন্দ্রাচ্ছন্নতা তাকে গ্রাস করে নিয়েছে: তার ভ্রূ ঝুঁকে পড়ছে মানচিত্রের ওপর; যান্ত্রিকতায়, তার তাম্রকূটনল ঠোঁট থেকে খসে পড়ছে, কুৎসিৎ কালো বিন্দুটার ওপর ধপাস করে উঠছে নলের ক্ষুদ্র বাটিটা...
হায় হতভাগা! দুর্ভাগা মাথা থেকে আলাদা হয়ে, তার নাম, জনাব অটো ফন বিসমার্কের নাক তামাকের আগুনভরা বাটিতে ঝাঁপিয়ে পড়ছে... রে হতভাগা! ওরে হতভাগা! সোজা অগ্নিপ্রদীপ্ত নলের বাটিতে... আহা! হতভাগা! তার আঙুল ছিলো প্যারিসে!... কিন্তু মহিমান্বিত সেই স্বপ্নের, পুরোটাই এখন মাটি!
***
এটা ছিলো এতোই পবিত্র, এতোই আধ্যাত্মিক, এতোই আশীর্বাদপুষ্ট, এই পুজনীয় ঊর্ধতন-কূটনীতিকের নাক!- লুকিয়ে ফেলুন, নাকটা লুকান!...
আহ হ্যাঁ, প্রিয় মহোদয় আমার, রাজকীয় টকফলটি ভাগাভাগি করতে আপনি যখন প্রাসাদে ফিরবেন [...] ইতিহাস গ্রন্থসমূহের নারীর [...] আপনার... ক্রন্দন, আপনার ঝাপসা চোখের মণিদ্বয়ের মাঝখানে পুড়ে-যাওয়া নাকটিসহ হাজির হতে চলেছেন!...
সেখানে যাচ্ছেন আপনি! দিবাস্বপ্ন জারি রাখা উচিৎ নয়!
██████████████████
অনুবাদকের নোট:
-----------------
* ২০০৮ সালে র্যাবোর এই কবিতাটি আবিস্কৃত ও উদ্ধার হয়; কাগজের ভাঁজে পাঠ-অযোগ্য শব্দাবলীর পাঠোদ্ধার যেখানে অসম্ভব হয়েছে, সেখানে [...] চিহ্ন ব্যবহার করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন পোস্ট।
ধন্যবাদ শেয়ার করায়।