নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। শব্দের সংগ্রাম ।।
████████████████
রক্তকালিতে লিখি: চুল
বৃক্ষকালিতে লিখি: ভাঙ্গা-জাহাজেও খাড়া গর্বিত মাস্তুল
যদি অতলান্ত-সমুদ্রের ঢেউগুলো উচ্ছ্বসিত, অনাবিষ্কৃত দূর নির্জন দ্বীপে,
ও আমার পলাতক বিধ্বস্ত জাহাজ, জিরাফ-উৎসাহ নিয়ে খুঁজে দেখি:
কোন কোন ভুল আবারও তলিয়ে গেল লবণের নিচে!
শোচনাকালিতে লিখি: অভিমান, তালাবদ্ধ মন
কাচের কাগজে আঁকি: পুরাতন মেঘেদের স্তন
রক্তিম রাত্রিতে আজও রঙধনু জেগে ওঠে, নির্জন প্রেইরি নয়, অতিশয়
রুক্ষ প্রদেশে; তুষারবন্দিনী মেয়ে, লু-হাওয়া বা ব্লিজার্ডের দিনে
আন্তঃবিশ্বযোগে আজও তন্তুজাল কার্যকর থাকে, কেবল তোমার দিকে
শোকদিবসের কালি লিখে যাচ্ছে: ফেব্রুয়ারি মাস
এখনও এলো না পাখি, ভাঙ্গা-পাঁজরের ক্ষতে মৃদলা বাতাস
অবসিত মাঘের চূড়ান্ত দিন, অপেক্ষাকালিতে লিখছে: ফাল্গুনের নাম
পাথরে প্রোথিত ঠোঁট পুনরুদ্ধারই আজ শব্দের সংগ্রাম
████████████████
©somewhere in net ltd.