নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওক্তাভিও পাজ এর কবিতা
████████████████
।। আর কোনও চর্বিতচর্বন নয় ।।
অপরূপ মুখশ্রী
সূর্যমুখি যেমন মেলে ধরে তার পাঁপড়িগুলো সূর্যের দিকে
তা-ই করলে তুমি
পৃষ্ঠা ওল্টাতেই আমার উদ্দেশ্যে মেলে ধরলে মুখ
মোহনীয় হাসি
তোমার জাদুমুগ্ধতায় বশ মেনে যাবে যে কোনও পুরুষ,
আহ, পত্রিকার সৌন্দর্য।
কত কবিতা লেখা হয়েছে তোমাকে নিয়ে?
কতজন দান্তে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করেছে কলম, বিয়াত্রিস?
আবেশিত তোমার বিভ্রমের কিনারা খুঁজে
তোমার চরণে নিবেদন করেছে স্বপ্নকল্প।
কিন্তু আজ কোনও চর্বিতচর্বনের পথে যাচ্ছি না
আর তোমার উদ্দেশ্যে লিখছি এই কবিতা।
না, আর কোনও চর্বিতচর্বন নয়।
এই কবিতা উৎসর্গীকৃত ওইসব নারীর উদ্দেশ্যে
মমতার মধ্যেই যাদের সৌন্দর্য নিহিত,
তাদের সুকুমার মনোবৃত্তিতে;
তাদের চরিত্রে,
গড়াপেটা করা সাজসজ্জা ও বশন-ভূষণে নয়।
এই কবিতা তোমাদের প্রতি, নারীগণ,
এ হলো সেই শাহরাজাদ, প্রতিদিন
নতুন একটা গল্প বলতেই যার জেগে ওঠা,
একটা গল্প যা পরিবর্তনের ইঙ্গিত দেয়
যা প্রত্যাশায় রাখে যুদ্ধসমূহ:
সম্মিলিত মাংসমজ্জার প্রেমে তাকেই অর্জনের জন্য যেসব যুদ্ধ
নতুন একটা দিনের মধ্যে উৎসারিত আবেগসমূহের জন্য যুদ্ধ
অবহেলায় পাশ কাটানো অধিকারসমূহ পুনরুদ্ধারে যুদ্ধ
কিংবা কেবলই আরও একটি রাত্রির আয়ু চেয়ে যুদ্ধ।
হ্যাঁ, তোমাদের জন্য নিবেদিত, যন্ত্রণাজগতের নারীগণ
তোমাদের জন্য, কখনই ক্ষয়ে না-যাওয়া মহাবিশ্বের উজ্জ্বল তারকা
তোমাদের জন্য, এক-হাজার-ও-আরও-এক যুদ্ধের যোদ্ধা
তোমাদের জন্য, আত্মার আত্মীয় আমার প্রাণবন্ধুগণ।
এখন থেকে, আমার মাথা আর ঝুঁকে পড়বে না একটা কোনও পত্রিকার দিকে
বরং, গভীর মনোযোগে বিবেচনায় নেবে রাত্রিকে
আর তার জ্বলজ্বলে নক্ষত্রগুলোকে,
এবং সেজন্যই, আর কোনও চর্বিতচর্বন নয়।
████████████████
©somewhere in net ltd.