নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

প্লাতো রচিত চারটি কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১







।। ভালোবাসা নিদ্রাচ্ছন্ন ।।

.....................

বৃক্ষবাগিচার ঘনছায়াকেন্দ্রে পৌঁছালাম আমরা আর দেখতে পেলাম

কিতেরার* সন্তান নিদ্রার মিষ্টি শেকলে বাঁধা পড়ে আছে,

দেখতে এই দ্বীপাঞ্চলের গাছগুলোতে জন্মানো রক্তবর্ণ আপেল যেন;

কোনও তূণীর ছিলো না তার কাছে এবং বঙ্কিম ধনুকও নয়;

ছড়ানো ছিটানো পাতার বিছানায় পরিত্যাক্ত-বাতিল ছিলো ওগুলো।

অজস্র গোলাপের পেয়ালায় একাকী তার দোলনা-শয়ন,

ঘুমের মধ্যে হাসিমাখামুখ, যখন বাতাসে দ্যুতি ছড়াচ্ছে তার,

বাদামি মৌমাছিরা এসে মেরামত করছে ওর কোমল ওষ্ঠাধর,

গড়ে তুলছে মোমের কারুকাজ আর রেখে যাচ্ছে ওদের বিন্দু বিন্দু মৌ।



।। দীর্ঘ এই পাইনগাছ তলায় ।।



পশ্চিমা বাতাসে দুলতে দুলতে পাতায় শনশন আওয়াজ তোলা,

দীর্ঘ এই পাইনগাছের তলায়,

হেলান দিয়ে শুতে পারো তুমি,

শীতল জলস্রোত বয়ে যাবে তোমাকে ছুঁয়ে।

আমার এই বাঁশি

তার জানা কোমলতম গানটি গাইবে,

আর অপরূপ তোমার আঁখিপল্লবে এনে দেবে ঘুম।



।। স্তেলা কে ।।



অগণিত তারার মেলায় সাঁতরে বেড়াচ্ছো, তারটি আমার!

আহ! যদি এমন হতো

আমি স্বয়ং হলাম ওইসব পুঞ্জাক্ষি আসমান,

তা হলে সাঁতরাতাম তোমাকে ঘিরে।



।। স্তেলাকে-২ ।।



এখানে, জীবিতের ভুবনে, তুমি ছিলে শুকতারা

তোমার মিষ্টি আলো নিভে গেল এখানে

মৃত্যুর ভেতর দিয়ে, সন্ধ্যাতারা হলে তুমি, দিচ্ছো

নতুনতর উজ্জ্বলতা মৃতদের ভুবনে।

...........................................



প্লাতো (খ্রীষ্টপূর্ব ৪২৮/৪২৩ - ৩৪৮/৩৪৭):

ধ্রুপদী গ্রীসের দার্শনিক, সোক্রাতেসের শিষ্য, গণিতবিদ; তিনি এথেন্স একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিলো পশ্চিমাবিশ্বে স্থাপিত আনুষ্ঠানিক উচ্চতর বিদ্যার্জনের প্রথম কোনও প্রতিষ্ঠান।



*

কিতেরা: প্রাচীন গ্রীসের একটি দ্বীপরাষ্ট্র

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মহিদুল বেস্ট বলেছেন: পইড়ালিচি! আগেই...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

পোয়েট ট্রি বলেছেন: শুভকামনা

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

পোয়েট ট্রি বলেছেন: অফুরান শুভকামনা

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রাচীন কবির অচিন কবিতা! ভাল লাগা রইল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

পোয়েট ট্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কোন প্লাতো ??
ডায়ালগের রচয়িতা ??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

পোয়েট ট্রি বলেছেন: হ্যাঁ ভাই, ডায়ালগের রচয়িতা।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

রমিত বলেছেন: সুন্দর পোস্ট!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

পোয়েট ট্রি বলেছেন: শুভকামনা, নিরন্তর

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৯

উদাস কিশোর বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.