নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রাজিলের কাছে বার বার পরাজয়ের ইতিহাস চিলির জন্য পুরনো। কখনই ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারাতে পারেনি। গত বছরও এই দুদলের মধ্যে ড্র হয়েছিলো। এবার নিয়ে, টানা তিনবার নক আউট পর্বে ব্রাজিলের মুখোমুখি তারা। ব্রাজিলের সাফল্যের ইতিহাস বলে শেষ করা যাবে না। কিন্তু খেলার ফল নির্ভর করে মেঠো-বাস্তবতার ওপর, অতীত রেকর্ড/ ইতিহাসের ওপর নয়।
একটা ''সম্ভাবনা-তত্ত্ব'' আছে: আগে কখনই পারেনি জন্য, এই প্রথমবার পারবে।
চিলিতে জন্ম নেয়া জগদ্বিখ্যাত প্রেম ও বিপ্লবের কবি, পাবলো নেরুদার, ১১০তম জন্মবার্ষিকী, এ বছর। চিলিয়ানরা এরই মধ্যে একাধিক সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ঘরে ফিরিয়ে পাবলোর এই উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে। ১২ জুলাই পাবলোর ১১০তম জন্মবার্ষিকীর দিন পর্যন্ত তারা কি পারবে, কাপের লড়াইয়ে টিকে থাকতে?
আমার মন বলছে: পারবে।
সম্ভাব্য ফলাফল:
ব্রাজিল : চিলি
১ : ২
পাবলো নেরুদার সেই উদযাপন ১২জুলাই চিলির ফুটবলারগণ মাঠেই যদি করে ফেলে! কিংবা ১৩জুলাই!
শুভকামনা রইলো নেরুদার দেশটির জন্য...
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৭
মামুন রশিদ বলেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার না হয়েও বলছি, ব্রাজিলকে হারানোর সামর্থ্য চিলির নেই । তবে এই বিশ্বকাপে কোন জায়ান্টই নিরাপদ নয় ।
আপনার পোস্ট পড়ে যে ব্যাপারটা সবচেয়ে ভালো লেগেছে, একজন কবির জন্মবার্ষিকী উদযাপনের আনন্দটা চিলিয়ানরা খেলায় নিয়ে এসেছে । ব্যাপারটা জেনে সত্যি খুব ভালো লেগেছে । পাবলো নেরুদা আমাদের দুখী কবি নজরুলের সমসাময়িক এবং দুজনেই রোমান্টিক এবং বিপ্লবী কবিতা লিখে খ্যাতি পেয়েছিলেন ।