![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
==========
পূর্ণিমা একটি চন্দ্রকলা। এটি তখনই ঘটে যখন চাঁদ, পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো পাশে অবস্থান করে। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এসময় সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয় যার ফলে একে একটি পূর্ণ গোলাকার চাকতি রুপে দেখা যায়। প্রকৃতপ্রস্তাবে, পূওর্ণিমাতে চাঁদের অর্ধেক অংশই আলোকিত হয়। কেননা, এর উল্টো দিকটি অনালোকিতই থেকে যায়।
সাধারণত, প্রতিমাসে একবার পূর্ণিমা ঘটে। সে হিসেবে বছরে বারমাসে বারটি পূর্ণিমা। তবে, প্রতি ১৭ বছরে ৭ বার এমন ঘটে যে, কোনও এক মাসে ২বার পূর্ণিমাতিথী দেখা দেয়। অর্থাৎ প্রতি দুই বা তিন বছর পর পর একটা বাড়তি পূর্ণিমাতিথীর আগমণ ঘটে। এই ধরণের পূর্ণিমাকে ইংরেজিতে blue moon বলা হয়। নাম blue moon হলেও, এই পূর্ণিমায় চাঁদের রং বা উৎসারিত জ্যোৎস্না কোনও্টাই নীলবর্ণ ধরে না। এই blue moon শব্দটি দিয়ে ইংরেজিতে একটা বাগধারা আছে: "once in a blue moon''। এটাকে বিরল ঘটনা হিসেবে বিবেচনা করাই এই বাগধারার উদ্দেশ্য। blue moon কে আমরা ''বিরল পূর্ণিমা'' নামেই ডাকতে পারি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আদিমানুষেরা বছরের এই বারটি পূর্ণিমাকে বিভিন্ন নামে ডাকলেও, উপমহাদেশের বাঙলা ভাষাভাষি মানুষ প্রধানত এগুলোকে সংশ্লিষ্ট মাসের নামেই নামকরণ করেছে। তবে কয়েকটি পূর্ণিমাকে পূজা-পার্বণের কারণে পৃথক নামে ডাকার প্রচলন রয়েছে।
আমাদের বাঙলা মাসগুলোর নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে। এই নামসমূহ গৃহীত হয়েছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ "সূর্যসিদ্ধান্ত" থেকে। বাংলা মাসের এই নামগুলি হচ্ছে -
বৈশাখ - বিশাখা
জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা
আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া
শ্রাবণ - শ্রবণা
ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ
আশ্বিন - অশ্বিনী
কার্তিক - কৃত্তিকা
অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা
পৌষ - পুষ্যা
মাঘ - মঘা
ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী
চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম অনুসারে
এবার পূর্ণিমাগুলোর নাম:
বৈশাখ - বুদ্ধপূর্ণিমা / বৈশাখি পূর্ণিমা
জ্যৈষ্ঠ - জ্যৈষ্ঠী পূর্ণিমা / [ অষ্টাদশী পূর্ণিমা]*
আষাঢ় - গুরু পূর্ণিমা
শ্রাবণ - নারালি পূর্ণিমা, রাখী পূর্ণিমা
ভাদ্র - ভাদ্রপদ পূর্ণিমা / [ সিংহ পূর্ণিমা ]
আশ্বিন - কোজাগরী / শারদ পূর্ণিমা
কার্তিক - রাসপূর্ণিমা
অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - অগ্রহায়ণ পূর্ণিমা / [ মৃগপূর্ণিমা ]***
পৌষ - পৌষী পূর্ণিমা / [ধনুর্পূর্ণিমা]****
মাঘ - মাঘী পূর্ণিমা / [হিম পূর্ণিমা ] / [মকর পূর্ণিমা ]*****
ফাল্গুন - দোলপূর্ণিমা
চৈত্র - চৈত্র পূর্ণিমা [ চৈতালি পূর্ণিমা / মীন পূর্ণিমা ]******
এখানে মনোসংযোগ করলে দেখা যায়: ৬টি পূর্ণিমার সুন্দর নাাম আছে। বাকি ছয়টির নামকরণ নক্ষত্রগুলোর নামে করা হলে শ্রুতিমধুর হবে। প্রস্তাবিত নামগুলো বন্ধনীর মধ্যে দেখানো হলো। বাঙালি চন্দ্রকলা ও পূর্ণিমাবিলাসী জাতি। তাদের বারটি পূর্ণিমারই শ্রুতিমধুর ও নক্ষত্র বা ঋতুসংশ্লিষ্ট নাম থাকা দরকারী বিবেচিত হতে পারে।
*জ্যেষ্ঠা ২৭টি নক্ষত্রের মধ্যে অষ্টাদশতমা
** ভাদ্রমাসে সূর্যের অবস্থান সিংহ রাশিতে
*** মৃগশিরা নক্ষত্রের নামে এ মাসের নাম
**** পৌষ মাসে সূর্যের অবস্থান ধনু রাশিতে
***** মাঘে শীত/ মকর রাশিতে সূর্য
****** চৈত্রকে চৈতালি ফসলে চেনা/ এ মাসে সূর্যের অবস্থান মীন রাশিতে।
..............
তবে,
আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা ছাড়াও ''বজ্রপূর্ণিমা''/ ''মিথুন পূর্ণিমা'' নামকরণ করা যেতে পারে।
©somewhere in net ltd.