নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটখাটো ভুল ও বিভ্রান্তি থাকে, বিচ্যুতি থাকে। দুইটি মানুষ কাছে এলে ঝগড়াঝাটি হয়। মতে ও অমতে তবু ঝিকঝিক জীবনের রেলগাড়ি ছোটে। পুঞ্জিভূত সমস্যা নিয়েও আমরা সমুদ্রভ্রমণে গিয়েছিলাম। কিন্তু স্তূপীকৃত ক্ষোভ সামলাতে পারলে না। ঝাঁপিয়ে পড়লে জলে। জলতলে তিন মিটার না-যেতেই সেই রূপান্তর। শাদা তিমি হয়ে গেলে তুমি। তিমি-জীবনেও ভুলতে পারছো না আমাকে। এখন যতবার সমুদ্রে নামছি, লাফিয়ে উঠছো আমাকে গিলে খাবে বলে।
বলো তো, দ্বিজজীবনের সমুদ্ররাজ্ঞী, আমি তোমার আহার্য নাকি স্মৃতি?
©somewhere in net ltd.