নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। একমুঠো এই আকাশ ।।

০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৮

একমুঠো এই আকাশ নিয়ে স্বপ্ন দেখছি বড়

তোমার লাখো-স্বপ্ন এটার সঙ্গে যুক্ত করো!

নিদ্রাকাতর গ্রহের মধ্যে ক্ষেপণাস্ত্র এলে

দেখবো খুঁজে শব্দ কিসের মোমের আগুন জ্বেলে

এই মনে নেই ওসব কচু বিস্ফোরণের ডরও।



একমুঠো এই আকাশ, তাতেই ব্রহ্মাণ্ডের বাড়ি

তৈরি এবার; ঢুকবে যদি এসো তাড়াতাড়ি!

অতলান্তের তলদেশে গোপন কোনও রেলে

চাপবো দুজন, যেতে যেতে সীমান্তে তার গেলে

দেখতে পাবো নতুন একটা মরু-কালাহারি।



সেই ঘটনা আর কিছু নয়, থমকে দেবার ছলা,

কিন্তু আমার স্বপ্নগুলো দারূন রেতঃস্বলা;

জন্ম যদি সুরের গোলাম, তুমিই যদি গান___

মরু চষেই বানিয়ে নেবো সমুদ্র-উদ্যান

ছানবো বরং রুদ্রকরে পাতাল-নাগের গলা।



একমুঠো এই আকাশ, আমার বিরতিহীন-প্রাণে

লক্ষ প্রাণের ঠাঁই; তবু মন তোমাকে আজ টানে

সৌরজগত অন্ধকারে একটি রবি ছাড়া

পড়ছে খসে ভুবনজোড়া সাজের পলেস্তারা

রকেট-গতির ছন্দে এসো তোমার প্রণয়-যানে!











মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

পোয়েট ট্রি বলেছেন: অফুরান শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.