নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঠের ভেতর ছিটিয়ে দিয়ে, ফের কুড়িয়ে আনা__
আনন্দ পাও এই খেলাতে? খেলছো যেমন খুশি;
সবটুকু পাও! শরীর খুলে একটা দুটো দানা
আমার থেকে পালিয়ে যদি মাঠের তুষ ও ভূসি,
পাখিরা তার মর্ম খুঁটে খুঁটে, চমকে-ওঠা লয়।
তাই বলি কি, আনন্দ পাও? এমন খেলার ছলে!
সেই প্রতিটি খেলায় আমার ব্যাপক অবক্ষয়
যুক্ত হচ্ছে স্তব্ধ-নিথর মাঠের হলাহলে...
অন্তরালে গজিয়ে উঠছে শত-অপচয়ের ডানা।
মাঠের ভেতর ছিটিয়ে দিয়ে, ফের কুড়িয়ে আনা__
তৃপ্তি তোমার। আমার কেন হারিয়ে যাবার ভয়?
অবশিষ্ট শরীর আজও তোমার কথাই বলে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: গভীর প্রেম ।