নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। ছোট্ট একটা আবিষ্কার ।।

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

কিছু লোক হঠাৎ আবিষ্কার করে ফেললো: তারা হিন্দু। কিন্তু বিশ্বাস করতে পারলো না। দীর্ঘকাল ধরে তারা তো ঘৃণা করে আসছিলো হিন্দুদের! বাল্যকালে, শীতের সন্ধ্যাগুলোতে, তারা হল্লা করে ছুটে বেড়াতো, হিন্দু খুঁজতো। জঙ্গলের মধ্যে কাচের ভাঙ্গা বোতল ছুঁড়ে, তারা চিৎকার করতো: 'এই হিন্দু, পালিয়ে যা!' তাদের বোতল বর্ষনে, হঠাৎ হঠাৎ কোনও খেকশিয়াল দৌড়ে পালাতো খোলা মাঠের দিকে। তখন, আনন্দে হৈ হৈ করে উঠতো ওরা। মাঝেমাঝে, দল বেঁধে হিন্দু খুঁজতে ছুটে যেতো পাশের পাড়ায়। তারা হিন্দু ছিলো না, তারা তো বাংলাদেশী। হিন্দু শব্দটাকে তারা ছোট্ট হ-বর্ণে উল্লেখ করতো, আর মারমুখো একটা ভঙ্গিমা আঁকতো চোখেমুখে। সেই তারা, হঠাৎ নিজেদেরকেই হিন্দু বলে আবিষ্কার করে ফেললো! অবিশ্বাস্য!!



এটা তখনই ঘটলো, যখন ক্ষমতা এসে বললো: 'এই শালা হিন্দুর বাচ্চারা বেঈমান, ভোট দিতে যায়নি। না-হলে, এই কেন্দ্রের ভোট ১০% কেন?' এবং ১০% কে তারা ৪দিয়ে গুণন করে নেবার আগে, তাদের পিটিয়ে ঘরছাড়া করলো।



এটা তখনই ঘটলো, যখন অক্ষমতা এসে বললো: 'এই শালা মালাউনের বাচ্চারা হিন্দুস্তানের দালাল, ভোট দিতে গেছলো। না-হলে ১০% ভোট কি আকাশ থিকে নামলো?' এবং ঘরদোরগুলোতে আগুন জ্বালিয়ে দেবার আগে, ওরা তাদের পিটি্য়ে রক্তাক্ত তক্তা বানিয়ে ফেললো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.